ইভান পাল
গতকাল ৪ঠা মে সকাল থেকেই চট্টগ্রামের আকাশে মেঘেদের আনা গোনা শুরু হতে থাকে।আবার মাঝে মাঝেই চলে মেঘ বৃষ্টির তর্জন গর্জন।আবার দুপুর গড়াতেই বিমর্ষ ঐ আকাশ সূর্যের আলোক ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। প্রকৃতির এমন অদ্ভুদ আচরণের মাঝেই আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের লায়ন্স জেলা ৩১৫, বি~৪ এর অধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর স্পন্সরকৃত ক্লাব — লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ২০১৮-১৯ সেবাবর্ষের ক্যাবিনেট কমিটি ঘোষনা করা হয়েছে।
বিকেল ৪টা নাগাদ বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র খ্যাত আগ্রাবাদের সাংগ্রিলা রেস্টুরেন্টে এক উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে লিও জেলা ৩১৫ বি~৪ এর ঐতিহ্য মন্ডিত ক্লাব, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ২০১৮-১৯ সেবাবর্ষের জন্য ক্যাবিনেট কমিটি ঘোষণার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।।
আর আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি, লিও রিমি বিশ্বাস এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সচিব লিও শাহরিয়ার মোস্তাক সোহান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — সাবেক জেলা সভাপতি ও ক্লাব কো এডভাইজর লায়ন হেলাল উদ্দিন, লিও ইউথ এক্সচেঞ্জ সাবেক জেলা সভাপতি ও ক্লাব ডিরেক্টর লায়ন আনিসুল হক চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন– সাবেক জেলা সচিব ও ক্লাব ডিরেক্টর লিও বিদেশ বড়ুয়া,বর্তমান জেলা কো-অর্ডিনেটর ও ক্লাব ডিরেক্টর লিও মঞ্জুরুল আলম মঞ্জু, ক্লাব ডিরেক্টর লিও রোকসানা আক্তার লিপি।
লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ২০১৮-১৯ সেবাবর্ষের জন্য উক্ত এই ক্যাবিনেট কমিটিতে সভাপতি হিসেবে — লিও মোঃ নজরুল ইসলাম মামুন, সচিব হিসেবে লিও মোঃ আল-আমিন তালুকদার এবং লিও ডালিয়া বড়ুয়াকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও,
কেবিনেট কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১, ২, ৩ পদের জন্য যথাক্রমে লিও সাবিহা জাহান,লিও মিরাজুল ইসলাম মিরাজ ও লিও শাহরিয়ার মোস্তাক সোহান,সহ-সম্পাদক ১, ২, ৩ পদের জন্য যথাক্রমে লিও মোঃ ইব্রাহীম বকর চৌধুরী,লিও সৈয়দ মোহাম্মদ আলমগীর,লিও জাফর সোহেল,সহ-কোষাধ্যক্ষ পদে লিও হাসনাত রাফি,সিস্টার কো-অর্ডিনেটর পদে মায়হ্লা প্রু মারমা শামা,টেইল টুইস্টার পদে লিও সতেজ বড়ুয়া অন্তু,টেমার পদে লিও রাশেদুল ইসলাম ও মেম্বারশীপ গ্রোথ পদের জন্য লিও বাবলু চক্রবর্তী নাম ঘোষণা করা হয়।
জুলাই ২০১৮ হতে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত উক্ত সেবাবর্ষের কেবিনেট কমিটি ঘোষণার মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন — সহ-সভাপতি লিও জয়দেব দাশ,লিও সাব্বির খান,লিও ইভান পাল,লিও দীপ্ত বিশ্বাস,লিও মোঃ তানভীর হোসাইন,লিও মৃদুল ইসলাম,লিও সামিরা সেকান্দর,লিও আজওয়াদ ইনতেসার দ্যুলোক,লিও প্রভা এবং লিও সাজিদা।।
উল্লেখ্য, লায়ন্স ক্লাব একটি সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা। মূলত: মানব সেবাই এই সংস্থার মূল লক্ষ্য, যার শেকড় বিশ্বের প্রায় সকল প্রান্তেই বিস্তৃত।আর তারি ধারাবাহিকতায় বাংলাদেশেও এই ক্লাবের বিস্তৃতি। আর লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী দীর্ঘ প্রায় ৫৮ বৎসরের ঐতিহ্য মন্ডিত একটি ক্লাব। আর লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ই স্পন্সরকৃত ক্লাব হচ্ছে — লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী।