ইভান পাল
গতকাল ২৬শে মে, শনিবার আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবের লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যাগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চলছে রমজান মাস। আর রমজান মাস মানেই হলো, পবিত্র সিয়াম সাধনার মাস। গতকাল ছিলো ১৪৩৯ হিজরী সালের ৯ই রমজান।
লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। মূলত মানব সেবাই এই সংগঠন টির মূল লক্ষ্য। পৃথিবীর বিভিন্ন দেশেই এই সংগঠন টির কার্যক্রম বিস্তৃত রয়েছে।
বাংলাদেশেও দীর্ঘদিন ধরেই এই সংগঠন টি তার কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করে আসছে।
আর তারই ধারাবাহিকতায় লায়ন্স জেলা ৩১৫ বি~৪ এর অধীনে থাকা লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যাগে বন্দর নগরী চট্টগ্রামের পশ্চিম নিমতলায় অবস্থিত “আব্দুল হাই তা’লিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা” তে এতিম ও দু:স্থ দের মাঝে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আমরা এমনো দেখি যে এই পবিত্র ছিয়াম সাধনার মাসে অনেক রোজাদার সারাদিন রোজা রেখে ঠিক ভাবে ইফতারটুকু পর্যন্ত করতে পারে না অভাবের তাড়নায়। আর তারই জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এই সেবামূলক মহতী উদ্যাগটি ছিলো সত্যি ই প্রসংনীয় আর এতিম, দুস্থদের জন্য এক রাশ ভালোবাসার।
আর এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন একরামুল হক ভূইয়াঁ (আরসি), ক্লাব সভাপতি লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ক্লাবের সেক্রেটারি লায়ন মোহাম্মদ মুসা।
এতে আরো উপস্থিত ছিলেন– লিও ক্লাব অব
চিটাগাং কর্ণফুলীর ভাইস প্রেসিডেন্ট লিও জয়দেব দাশ, লিও মোঃ নজরুল ইসলাম (ভাইস প্রেসিডেন্ট ২), লিও সৈয়দ মোঃ আলমগির ( জয়েন সেক্রেটারি ২), লিও মোঃ আল-আমিন, লিও দিপ্ত বিশ্বাস, লিও মোঃ তানভীর সহ আরো অনেকে।