রাশেদুল ইসলাম
দেশজুড়ে প্রচন্ড শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হয়েছে এই বছরটি। হাড়কাপানো এই শীতে যেনো গরীব-দুস্থ মানুষগুলো কষ্ট না পায় সেজন্য প্রতিবছরের মতো এবছরও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আজ বন্দরনগরীর জেল রোডস্থ লালদিঘী পাড় সংলগ্ন হযরত শাহ আমানত (রাঃ) এর মাজার প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪’র গভর্নর লায়ন মনজুর আলম মঞ্জু (পিএমজেএফ)। আরো উপস্থিত ছিলেন জেলা সচিব লায়ন জাফরুল্লাহ চৌধুরী,কোষাধ্যক্ষ লায়ন জাহেদুল ইসলাম,লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর প্রেসিডেন্ট লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী,সচিব লায়ন মোঃ মুসা,লায়ন আবদুল লতিফ,লায়ন আবদুর রহিম,লায়ন আবুল কাশেম ও লায়ন এস কে নন্দী।
প্রায় ২০০ জন দুস্থের মাঝে কম্বল বিতরণী এই কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র সচিব লিও শাহরিয়ার মোস্তাক সোহান,কোষাধ্যক্ষ লিও মোঃ ইব্রাহিম বকর চৌধুরী,লিও তানভীরুল ইসলাম,লিও ইভান পাল,লিও দীপ্ত বিশ্বাস,লিও তানভীর হোসাইন,লিও মোঃ মৃদুল ইসলাম,লিও লিংকন বড়ুয়া ও লিও অনিক।