রাশেদুল ইসলাম
সফলতার একবছর পূর্ণ করে দ্বিতীয় বছরের যাত্রা শুরু করল রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর নবীনতম ও রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের স্পন্সরকৃত ক্লাব রোটার্যাক্ট ক্লাব অব চিটাগাং রিভার শাইন।
শুক্রবার ১৩ই জুলাই বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগস্থ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের এক কক্ষে বছরের উদ্বোধনী ও ক্লাবের ২৩তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটার্যাক্টর সাজ্জাউল করিম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভার প্রথম ভাগে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত গাওয়ার পরে প্রতিষ্ঠাতা সভাপতি ও সদ্য প্রাক্তন সভাপতি রোটার্যাক্টর ওয়াহেদ মুরাদ তার কলার ২০১৮-১৯ রোটাবর্ষের জন্য নির্বাচিত সভাপতি রোটার্যাক্টর সাজ্জাউল করিম শাওনের গলায় পরিয়ে দেন। পরে নবনির্বাচিত সভাপতি তার নেতৃত্বে অংশ নেয়া নতুন বোর্ড অব ডিরেক্টরদের পরিচয় করিয়ে দেন।
ক্লাব সচিব রোটার্যাক্টর শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় রোটারী ক্লাব অব চিটাগাং রিভার শাইনের প্রেসিডেন্ট রোটারীয়ান সানিউল ইসলাম, প্রাক্তন সভাপতি রোটারীয়ান মাহবুবুর রহমান, রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারীয়ান বাহরুজ দিপা ও ২০১৯-২০ রোটাবর্ষের নির্বাচিত সভাপতি রোটারীয়ান গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে নতুন রোটাবর্ষে ক্লাবের পদার্পণের এই সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রোটার্যাক্টর ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক রোটার্যাক্টর আবুল বাশার মামুন, রোটার্যাক্টর দেলোয়ার হোসাইন জয়, কোষাধ্যক্ষ রোটার্যাক্টর বুরহান উদ্দীন, সহ-কোষাধ্যক্ষ রোটার্যাক্টর গিয়াস উদ্দীন, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর আবুল হাসনাত, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর রাকিব হাসান, কম্যুনিটি সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর সানজিদা সুলতানা নিশি, এডিটর রোটার্যাক্টর মাহমুদ উল্লাহ্, চীফ সার্জেন্ট-এট-আর্মস রোটার্যাক্টর মুনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রোটার্যাক্টর সাইফুদ্দীন সহ আরো অনেকে।
চলমান বিশ্বকাপের উপর কুইজ প্রতিযোগিতা আয়োজন করেন ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসকদের সেবার উপর গুরুত্বারোপ করেন প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর আবুল হাসনাত, জনসংখ্যা দিবসের তাৎপর্য নিয়ে বির্তক প্রোগ্রামের আয়োজন করেন ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর রাকিব হাসান ও কম্যুনিটি সার্ভিস ডিরেক্টর রোটার্যাক্টর সানজিদা সুলতানা তার সম্ভাব্য কম্যুনিটি সার্ভিসের তালিকা প্রকাশ করেন।
সভার দ্বিতীয় ও শেষভাগে গতবছরের কার্যক্রম ও যোগ্যতার ভিত্তিতে বেস্ট রোটার্যাক্টর হিসাবে রোটার্যাক্টর সাজ্জাউল করিম শাওনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও বেস্ট ডিপেন্ডেবল প্রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে রোটার্যাক্টর দেলোয়ার হোসাইন জয়, বেস্ট এমার্জিং ক্যাটাগরিতে রোটার্যাক্টর সানজিদা সুলতানা নিশি এবং বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে রোটার্যাক্টর কাজী আজমাইন ফাহিম ও রোটার্যাক্টর সুলাইমান খান, বেস্ট হেল্পিং হ্যান্ড রোটার্যাক্টর মুনিরুল ইসলামকে সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দকেও বিভিন্ন কর্মকান্ডের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য,একঝাক মেধাবী এবং বিভিন্ন পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে সংগঠিত এই ক্লাবটি রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সর্বশেষ ক্লাব হিসেবে ৬ই জুন ২০১৭ সালে যাত্রা শুরু করলেও গত একবছরে প্রতিষ্ঠাতা সভাপতি রোটার্যাক্টর ওয়াহেদ মুরাদের নেতৃত্বে নিজস্ব দক্ষতা ও বিভিন্ন সৃজনশীলমূলক কর্মকান্ড যেমন এসডিজি জিনিয়াস, আর্ট অফ কমিউনিকেশন, রোটা জিনিয়াস, রোটার্যাক্ট ৫০ বছর পূর্তি, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে ক্লাবটি রোটার্যাক্ট জেলায় সুনাম কুড়িয়েছে যা সত্যিই প্রশংসার দাবী রাখে।