হাসান আল সাকিব,স্টাফ রিপোর্টার
রংপুরে বিদ্যালয়ের সাইনবোর্ডের নামে বিজ্ঞাপনের বিলবোর্ড শোভা পাচ্ছে বিদ্যালয়ের মূলফটকে। আর এসব বিদ্যালয়ে বিজ্ঞাপনী সাইনবোর্ড ব্যবহার করতে অর্থ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুর সদর উপজেলার ধর্মদাস কবিরাজ পাড়া তালুক তামপাট উচ্চ বিদ্যালয়, ধর্মদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়,নগর মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, আজিজুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের পাশে সোভা পাচ্ছে একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। খোজঁ নিয়ে জানা গেছে, শুধু নগরীর শিক্ষা প্রতিষ্ঠান নয়। বিভাগটির বিভিন্ন উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা মিলছে একই চিত্র।
এলাকাবাসী ও সুশিল সমাজ বলছে, বিদ্যালয়ের সাইন বোর্ডের নামে এই ধরণের বিজ্ঞাপন কখনও গ্রহণ যোগ্য নয়। তারা বলেন, এর মাধ্যমে মনে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি টাকায় নয় বরং বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের টাকায় চলছে। কথা বললে তালুক তামপাট উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবক চ্যানেল আগামী কে বলেন, বিদ্যালয়ের নামের সাথে বিজ্ঞাপন জড়িয়ে শিক্ষার্থীদের মনে বিদ্যালয় সম্পর্কে খারাপ ধারণার জন্ম দিতে পারে। তিনি আরোও বলেন, শুনেছি দু-একজন অসাধু শিক্ষক এই বিজ্ঞাপনের ভাড়া বাবদ প্রতি মাসে টাকা পায় ফোনে। এদিকে বিষয়টি নিয়ে জজ কোর্ট রংপুরের এপিপি এ্যাডভোকেট আবু সাঈদ সুমন জানান, বিদ্যালয়ের নাম ব্যবহার করে বিজ্ঞাপনের সাইন বোর্ড আইন বহিরভূর্ত। তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
বিষয়টি নিয়ে তালুক তামপাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহালম মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, বিজ্ঞাপন ব্যবহারের বিষয়টি যে আইন বহির্ভূত তা আমার জানা ছিল না। আমি আজকেই আমার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপনের সাইনবোর্ড খুলে ফেলবো। এদিকে বিষয়টি নিয়ে রংপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান সাহেবের সঙ্গে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।।