হাসান আল সাকিব
যথাযোগ্য মর্যাদা ও উৎসমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে উত্তরের বিভাগীয় নগরী রংপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহর শুরু হয় পুষ্পমাল্য অর্পণের কর্মসূচীর মধ্য দিয়ে। এছাড়া রাতের আধার শেষ হবার সাথে সাথেই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থান থেকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের স্রোত গিয়ে মিশে যায় শহীদ মিনারের পাদদেশে। বিভিন্ন স্থানে রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি শুরু হয় আলোচনা সভা,র্যালী, বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন।
এদিকে রাতের প্রথম প্রহরে বারোটা এক মিনিটে পাবলিক লাইব্রেরী মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, বিভাগীয় কমিশনার,পুলিশের ডিআইজি,জেলা প্রশাসক, পুলিশ সুপার,সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, পুলিশ প্রশাসন পুস্পমল্য অর্পণ করেন। এছাড়াও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং মহানগর সভাপতি শাফিয়ার রহমান সফি ও সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি ও সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রলীগ, মটর চালকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনসহ জাতীয় পার্টি, রংপুর জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, ওলামা দল, কৃষকদল, শ্রমিক দল, তরুণ দল, মুক্তিযোদ্ধা দল,জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, জিয়া পরিষদ, আমার জিয়ার সৈনিক, জাসদ (প্রধান-আম্বিয়া) , বাসদ, কমিউনিষ্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাউনি সাহিত্য পত্রিকা, প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন।