হাসান আল সাকিব
রংপুরের সদ্য সাবেক সু-যোগ্য জেলা প্রশাসক ও বর্তমান সিলেটের জেলা প্রশাসক জনাব রাহাত আনোয়ারের কাছে খোলা চিঠি লিখেছেন রংপুরের শিশু সাংবাদিক হাসান আল সাকিব।
একজন সু-যোগ্য অভিভাবক কে হারানোর কথা বলছি আজ।রাহাত আনোয়ার স্যারের অবদান যে রংপুরবাসী কখনও ভুলতে পারবে না, তাই জোড় গলায় বলছি– “আমি একজন প্রিয় মানুষকে হারিয়েছি, শুধু আমি নই বরং রংপুরবাসী হারিয়েছে এমন একজন মানুষকে যার কোনোদিনই কোনো অহংকার ছিল না , বরং সবসময় তিনি মানুষের মঙ্গল আর ভালোর কথা ভেবে ছিলেন। যিনি প্রত্যন্ত গ্রামের হার্টের বাল্ব আক্রান্ত একটি মেয়ে আশার পাশে দাঁড়িয়েছিলেন। যিনি মিতুর মত একজন ব্রেইন টেউমার রোগির বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। প্রতিনিয়ত তিনি অসুস্থ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, বাড়িয়ে দিয়েছিলেন সহানুভূতি আর সাহায্য। জেলা প্রশাসকের অফিস থেকে চালু করেছিলেন ফেসবুক টিভি। রংপুরবাসীর সমস্যা জানতে সিটিজেন জার্নালিস্ট এর প্রসার ঘটিয়েছিলেন।জোবায়ের মুখ দিয়ে লিখে জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক তার বাসায় ছুটে গিয়েছিলেন তার খাবার চিকিৎসা এবং তার পরীক্ষার জন্য সু ব্যবস্থা করছিলেন।
তিনি রংপুরের সেই শ্যামা সুন্দরী খালের উন্নতির জন্য হাতে নিয়েছিলেন অনেক উদ্যোগ, যা কখনো ভোলবার নয় ৷ রংপুরবাসী চাইলেও তা অস্বীকার করতে পারবে না , ভুলতে পারবে না তার অবদান রংপরের উন্নতি তে ৷ রংপুরের মাটি বায়ুর সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এমন অনেক অনেক কাজ করেছেন আমার সম্মানিত সদ্য বিদায়ী জেলা প্রশাসক মহোদয়। তিনি চলে গেছেন কিন্তু সব স্মৃতি আমাদের জন্য রেখে গেছেন। তিনি সব সময় পথ দেখাতেন ভাল কিছু করার, আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার দেখানো পথে যেন আমি ও আমরা সকলে সারাজীবন চলতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি। যেখানেই থাকবেন ভালো থাকবে প্রিয় জেলা প্রশাসক।