আনিস মিয়া
ময়মনসিংহ পৌরসভার আয়োজনে মাসব্যাপী পৌর তাঁতবস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা ২০১৭ শুরু হয়েছে। শনিবার (১৫ জুলাই ) বিকাল ৪ টার দিকে নগরীর টাউন হল পাঙ্গন এলাকায় এটির শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। মাঝারী ও ক্ষুদ্র তাঁতবস্ত্র, কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের উন্নয়নের স্বার্থে এই মেলার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন, ময়মনসিংহের জেলা প্রসাশক মোঃ খলিলুর রহমান, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম নেওজী প্রমুখ। ময়মনসিংহে পাটের উৎপাদিত পণ্যের প্রসার ঘটাতে মেয়র মো: ইকরামুল হক টিটু এই উদ্যোগ গ্রহন করেন।এ মেলায় চল্লিশটির মত স্টল বরাদ্দ পেয়েছে।
এতে বিভিন্ন ধরনের তাতঁবস্ত্র, হস্ত কুটির সমাহারে সাজানো হয়েছে স্টল গুলো। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে বলে জানান মেলার আয়োজক পরিচালনা কনিটির সদস্য বৃন্দরা। মেলায় বিভিন্ন ধরনের তাঁতের তৈরি পোশাক, শাড়ি ও পাটজাত সামগ্রীসহ অন্যান্য পণ্যের বিপুল সমারোহ ঘটে। মেলায় বিভিন্ন ধরনের হস্ত ও কুটির শিল্পের স্টল স্থাপন করা হয়েছে।