আনিস মিয়া
ময়মনসিংহ প্রতিনিধি
দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী মানসিকতা তৈরীর অংশ হিসেবে আজ ৩০ অক্টোবর ২০১৭ ময়মনসিংহ প্রগ্রেসিভ মডেল স্কুল এ সচেতন নাগরিক কমিটি (সনাক), ময়মনসিংহ সদর এর উদ্যোগে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ও ভিডিও নাটক প্রদর্শন করা হয়। নাটকে প্রদর্শিত বিভিন্ন দুর্নীতিবিরোধী বার্তার উপর ভিত্তি করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিযোগীতায় বিজয়ী ৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সনাক এর এই দুর্নীতিবিরোধী আয়োজনে প্রায় ১৫০ জন ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা প্রধান শিক্ষক আব্দুল্লা হেল শাফী, তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র জীবন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সকলকে একসাথে লড়াই করতে হবে। তিনি আরো বলেন, ছাত্র জীবন হলো নিজেকে গঠন করার আদর্শ সময় তাই একজন সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে দেশের সেবায় নিয়োজিত রাখতে একজন সচেতন নাগরিক হওয়ার বিকল্প নেই। তিনি দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলকে সক্রিয় ও সোচ্চার থাকার জন্য আহ্বান জানান। সবশেষে উপস্থিত ছাত্রদের দুর্নীতিবিরোধী শপথ পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধান শিক্ষক আব্দুল্লা হেল শাফী।
এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রগ্রেসিভ মডেল স্কুলের শিক্ষকবৃন্দ, স্বজন সদস্য শুভ্র চক্রবর্তী, টিআইবি কর্মীবৃন্দ এবং ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ।