বদরুল ইসলাম, বরগুনা
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর চালকসহ ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি নামক স্থানে যাত্রীবাহী বাস আল্লাহর দান পরিবহন ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিক সালমা আক্তার (৩৫), বগী এলাকার শানু হাওলাদার (৪০), চান মিয়া (৫৫) ও আবু হানিফের (৪০) নাম জানা গেছে। এছাড়া নিহতদের মধ্যে ৩ মাসের এক শিশু, ৪০-৪৫ বছরের দুজন পুরুষ রয়েছে। যাদের নাম জানা যায়নি। নিহত শিশুর মা ফাহিমা, জসিম মৃধাসহ ৩ জনকে মুমূর্ষূ অবস্থায় পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলো। আহতরা জানিয়েছেন, বাসের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রীবাহী বাসটি কুয়াকাটা থেকে আমতলী আসছিলো। অপরদিকে মাহেন্দ্রটি যাত্রী নিয়ে আমতলী থেকে বগী বাজারে যাচ্ছিলো।