মেহেদী হাসান(ময়মনসিংহ)।। অদ্য ০৩.০৯.১৮ ইং রোজ সোমবার বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চলের প্রথম আইসিটি স্কাউট ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চলের পৃষ্ঠপোষক জনাব মাহমুদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস,মুক্তাগাছা উপজেলার সভাপতি জনাব সূর্বণা সরকার, এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোহাম্মদ রাজীব-উল-আহসান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জনাব জামাল উদ্দিন আকন্দ এবং সমাপনী বক্তব রাখেন বাংলাদেশ স্কাউটস,ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক জনাব স্বপন কুমার দাস।
আঞ্চলিক প্রথম আইসিটি স্কাউট ক্যাম্প, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষন কেন্দ্র,মুক্তাগাছা,ময়মনসিংহে আজ থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।এই কেম্পে চারটি জেলার মোট ১৮ টি ইউনিট অংশগ্রহন করছে।