Tuesday, July 8, 2025
26.1 C
Dhaka

ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত দুই ফিলিস্তিনি ভাই, পড়ে ছিল পিৎজার বাক্স

ইসরায়েলি স্নাইপারের গুলিতে আহত দুই চাচাতো ভাই, ঘটনাস্থলে পড়ে ছিল রক্তাক্ত পিৎজার বাক্স
পূর্ব জেরুজালেমের দখলকৃত আত-তুর এলাকায় ইসরায়েলি স্নাইপারদের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছে দুই চাচাতো ভাই—২১ বছর বয়সী উদাই আবু জুমা ও ১২ বছর বয়সী ইয়াস আবু মুফরেহ। হামলার সময় তারা পরিবারের সঙ্গে দাদার বাড়ির সামনে বসে পিৎজা খাচ্ছিল। আহতদের শরীরে ব্যবহৃত হয়েছে ‘ডামডাম’ গুলি—যা যুদ্ধক্ষেত্রেও নিষিদ্ধ।

ঘটনাটি ঘটে ১৬ জুন রাতে। পরিবারটি তখন হজফেরত এক সদস্য ও এক আত্মীয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আনন্দে একত্র হয়েছিল। পরিবার জানায়, ওই রাতে এলাকা ছিল শান্ত। হঠাৎ করেই এক গাড়ির পাশে বসে থাকা অবস্থায় উদাই ও ইয়াসের ওপর গুলিবর্ষণ শুরু হয়।

পরিবারের সদস্য ও আশপাশের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, দূরের একটি ভবনের ছাদ থেকে দুই ইসরায়েলি স্নাইপার গুলি ছুড়ছিলেন। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তারা গুলি চালায়।

গুলিবিদ্ধ হওয়ার পরপরই আহত দুই ভাইকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে ইসরায়েলি পুলিশ অ্যাম্বুলেন্স থামিয়ে ইয়াসের বাবা রায়েদকে আটক করে। পুলিশের দাবি ছিল, ওই দুই ভাই মলোটভ ককটেল ও আতশবাজি ছুঁড়েছিল। তবে পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তা অস্বীকার করেছেন।

আহতদের প্রথমে নেওয়া হয় আল-মাকাসেদ হাসপাতালে এবং পরে স্থানান্তর করা হয় হাদাসা হাসপাতালে। চিকিৎসকেরা জানান, ইয়াসের বাম কাঁধে গুলির আঘাতে স্নায়ু ও রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়েছে; গুলি তার হৃদপিণ্ডের খুব কাছ দিয়ে গেছে। উদাইয়ের গুলি লেগেছে পেটে, যা পরে পিঠ দিয়ে বের হয়ে যায়—এর ফলে তাঁর মেরুদণ্ড, স্নায়ু ও রক্তনালির মারাত্মক ক্ষতি হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইয়াসের মা নাসরিন আবু মুফরেহ বলেন, “এটা পুরো পরিবার ও এলাকার জন্য আতঙ্কের। কোনো হুমকি ছিল না, কোনো সংঘাতও ছিল না। তাহলে ১২ বছরের শিশুকে গুলি করা হলো কেন?”

চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের শরীরে ব্যবহৃত গুলি ছিল প্রাণঘাতী ‘ডামডাম’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নিষিদ্ধ। ফিলিস্তিনের পরিবারগুলো বলছে, এই হামলা পূর্ব জেরুজালেমে চলমান দমন-পীড়নের ভয়াবহ উদাহরণ।

হাসপাতালে বসে ইয়াস বলেছে, “আমি শুধু বাড়ি ফিরে যেতে চাই, বন্ধুদের সঙ্গে খেলতে চাই, স্কুলে যেতে চাই।”

এদিকে স্থানীয়রা জানান, হামলার পরদিনই ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে এসে রক্ত, গুলির খোসা ও ভাঙা কাচের চিহ্ন সরিয়ে নেয়। তবে পড়ে ছিল একটি গুলির দাগ ও রক্তাক্ত পিৎজার বাক্স—যা এই নির্মমতার নীরব সাক্ষী হয়ে রয়েছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ইতিহাসের সামনে বাংলাদেশ, তবে শঙ্কা বৃষ্টির

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে...

ইউক্রেনকে আবারও অস্ত্র সহায়তার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন করে অস্ত্র সহায়তা...

ক্লাব বিশ্বকাপে পিএসজির মুখোমুখি এমবাপ্পে, মাঠের লড়াইয়ে ফিরে এলো পুরোনো উত্তাপ

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাতেই মাঠে মুখোমুখি হচ্ছে পিএসজি...

গাজায় বিস্ফোরণ ও গুলিতে ইসরায়েলের ৫ সেনা নিহত

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ...

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নতুন চমক, পাকিস্তান দল ঘোষণা

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড ঘোষণা, বাদ...

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা

রাজধানীর গাবতলীতে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা চলচ্চিত্রের...

ভয়াবহ ভাঙনে জাজিরায় পদ্মার থাবা, মুহূর্তেই বিলীন ১৯ স্থাপনা

পদ্মার ভাঙনে জাজিরার নাওডোবায় বিলীন ১৯ স্থাপনা, আতঙ্কে শতাধিক...

বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন দিগন্ত : ফিরে দেখা ৮ জুলাই

কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী স্থায়ী সমাধানের দাবিতে চলমান ছাত্রআন্দোলনে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img