রাশেদুল ইসলাম:
“Career In Freelancing” এই শিরোনামে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের স্বনামধন্য ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট আইটির সৌজন্যে অনুষ্ঠিত হয়ে গেলো অনলাইনে আয় বিষয়ক ফ্রি সেমিনার। গত সোমবার ১২ই নভেম্বর নগরীর জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠানটির চট্টগ্রাম জেলার সমন্বয়ক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন র্যাংকস এফসি প্রপার্টিজের সিওও ইঞ্জিনিয়ার তানভীর শাহরিয়ার রিমন, বিশেষ অতিথি ছিলেন তরুণ ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা ওয়াহেদ মুরাদ, রোটার্যাক্ট আন্তর্জাতিক জেলা সংগঠন ৩২৮২ এর সচিব রোটার্যাক্টর এমএ আহাদ। এছাড়াও আয়োজক প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার প্রশিক্ষক হৃদয় ইসলাম এবং মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রায় ২৫০ জন অনলাইনে আয় করতে ইচ্ছুক প্রশিক্ষণার্থী নিয়ে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, “বাংলাদেশের মত দেশ যেখানে চাকরির বাজার বেশ নাজুক অবস্থায় আছে, যেখানে ৬৪% শিক্ষিত জনগোষ্ঠী বেকার, পর্যাপ্ত চাকরির ক্ষেত্র তৈরি হয় না, সেখানে বিকল্প পেশা হিসেবে সম্মানজনক অবস্থায় আছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা বা আরও বিস্তরভাবে বলতে গেলে অনলাইন প্রফেশন। অনেক গুলো অনলাইন প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং একটি। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশ বেশ ভাল অবস্থানে আছে, বিশ্বে বাংলাদেশের দক্ষ পেশাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে শত কোটি টাকার। হিসেব মতে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে ৫ লক্ষাধিক।”
বক্তারা এই পেশায় এগিয়ে আসতে উৎসাহ জাগাতে আরো জোর দিয়ে বলেন, “বর্তমানে গার্মেন্টস শিল্পের পরে বৈদেশিক আয়ের বড় খাত হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং যেমন সম্ভাবনা, তেমনি এ নিয়ে আছে প্রচুর ভুল ধারণা, তাই এই সম্পর্কে জানার জন্য সেমিনার আয়োজন করা।” অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।