বন্ধু, তোমার সিজিপিএ
আমায় ধার দিও।
বিনিময়ে,আমার থেকে
অভিজ্ঞতা নিও।
ক্লাস লেকচারে পিএইচডি করে
বিদ্যে করেছো জাহির।
খাতার পাতায়, মুখ বুজে তাই
হতে না তো বাহির।
আমার স্বপ্নগুলো বিমান হয়ে
আকাশেতে উড়ে।
জ্ঞানীর কাছেই জ্ঞান খুঁজেছি
আমি নইতো ভবঘুরে।
তুমি, লেপলাস-টেইলরের থিওরিতে
করেছিলে পাণ্ডিত্য ।
আমি বাস্তবতায় প্রয়োগ খুঁজি
এরা আদৌ কতটা সত্য?
আচ্ছা বন্ধু, কি খবর তোমার
চাকরি বাকরি কি কিছু হলো?
বললে আমায়, অভিজ্ঞতা নাই
তাই সব সুযোগই গেলো।
আমি অবশ্য
৫ টা অফার পেয়েছি।
তবে বন্ধু, উচ্চ সিজিদের
সুযোগটা আছে বেশি !
থাক না সেসব, করি কলরব
এতদিন পর দেখা।
একই বিষয়ে পড়েছি মোরা
ইচ্ছেটাও যেন একই ফ্রেমেতে আঁকা।
যাই হোক, অনার্স ত শেষ ……
তুমিও পড়েছো অনেকটা তার
আমিও পড়েছি কিছু।
চলো, দুজনেই মিলে বিসিএস দেই
কষ্ট রবে না পিছু।