পড়ালেখা
– মাহী হাসান অরণ্য
বাংলা দিয়ে শুরু করছি
যার হবে না শেষ,
বাংলা ১ম পত্রে বেজায়
২ পত্রেও বেশ।
না পারলেও লেখা হয় না খারাপ
ইংরেজি ১ম পত্রে নয় ক্লেশ
২য় পত্রে এলে,জানটা শেষ।
অংকের কথা বলি
প্রতিবারই লাড্ডু মারি,
সমাজ বিজ্ঞান আমি ; যেন তেন
বিজ্ঞান পড়তে জানটা গেল।
মনে হয়, বুঝি এবার
প্রাণটা আমার গেল,
শিক্ষকে কান মলাতে
কানটা আমার গেল।
বাবা-মা শাসনের ফাঁসে
আমি সব বিষয়ে ভাল হলাম অবশেষে।
-মাহী হাসান অরণ্য
নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় তেজগাঁও,ঢাকা-১২১৫