শেখ মুজিব
যতদিন রবে বহমান পদ্মা,মেঘনা, যমুনা
ততদিন রবে চলমান শেখ মুজিবের নমুনা।
স্বাধীনতার জন্য তুমি রেখেছ অবদান,
মৃত্যুর পরও মুখে মুখে তোমার জয়গান।
ইতিহাস বলে সত্য কথা হে শ্রেষ্ঠ সন্তান
স্মৃতি পাতায় থাকবে তুমি হয়ে চির অম্লান।
স্যারের ভয়ে
পড়াশুনার প্রতি আমার ভীষণ ছিল আড়ি,
ক্লাশ থেকে যখনতখন চলে যেতাম বাড়ি।
স্যারের ভয়ে বই লুকিয়ে নিতাম জামার নিচে,
ওয়ার পথে দেখা হলে দিতাম দৌড় খিঁচে।

বাড়ি এসে বকুনি খেতাম বাবা মায়ের হাতে,
রাগের বসে বলে দিতাম পড়বো না আর রাতে।
বিকাল হলে ছুটে যেতাম পল্লী-গাঁয়ের মাঠে,
হরেক রকম খেলার শেষে আসতাম পুকুর ঘাটে।
শৈশবকালে আপনপরে করতে আদর প্রীতি,
আজকে সে সোনালি দিন হয়ে আছে স্মৃতি।
দাম বেড়েছে
হঠাৎ করে দাম বেড়েছে কাঁচা মালের
গরীব-দুখী খাচ্ছে ভাত নষ্ট চালের ।
বেগুন আলু যায়না ছোঁয়া দামের চোট,
বলব কী এই করুণ কথা একটু মোটে।
দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন,
বাসায় এসে আগের সাথে হিসাব কষুন।
দ্রব্যমূল্যের এই বাজারে যাচ্ছি ফেঁসে
আমজনতা খাচ্ছে ধোঁকা অবশেষে।
শিক্ষার্থী: জামিয়া রাহমানিয়া,মুহম্মদপুর ঢাকা।