Tuesday, April 29, 2025
23.3 C
Dhaka

বৈষম্য,আবদুল্লাহ কাফি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ হয়েছে আমার৷ অথচ, আমি খুশি না হয়ে কান্না করছি৷ বাবা মার হাত-পায়ে পড়ছি৷ আকুতি-মিনতি করছি, ‘আমায় যেতে দাও৷ পড়তে দাও৷ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বো’৷ না, তারা সে সুযোগ দেবেন না আমায়৷ কেনো মতেই আমায় পাঠাবেন না রাজশাহী৷ আমায় ঢাকায়ই থাকতে হবে৷ ঢাকার ভেতর কোথাও পড়তে হবে৷ সে যেকোনো প্রতিষ্ঠান হোক, আমাকে ঢাকাতেই পড়াশুনা করতে হবে।

আমার রেজাল্ট ভালো৷ চান্স হলো ঢাকার নামীদামী এক প্রাইভেটে৷ এবার বড় ভাইয়ার বারণ৷ সাথে বাবারও৷ ওখানে পড়া যাবে না৷ প্রচুর খরচা৷ খুব করে বললাম৷ তাদের মতের দ্বিমত হলো না৷ তাদের সিদ্ধান্ত যা, তাই’ই হবে। ছেড়ে দিলাম হাল৷ চুপসে গেলাম৷ ফুলের মতো৷ ন্যাশনালে ভর্তি হলাম৷

তিনটা টিউশনি করাই প্রতিদিন৷ বিকাল থেকে রাত৷ রান্না করি বাসায় ফিরে৷ ঘর দোর গুছাই সকালে৷ খাইয়ে বিদায় করি বাবাকে৷ বড় ভাইয়ার কাপড় কাচি৷ দুপুরে রান্না করি৷ আম্মু সাহায্য করেন৷ দম ফেলবার সময় নেই৷ দু’ মুঠো খেয়ে দৌড়াই৷ টিউশনিতে৷ আমার জীবন এটাই৷ এই বৃত্তের ভেতরই কাটে দিন৷ কাটে রাত৷ এর বাইরে কিছু নেই৷ বাইরের জগতের সাথে পরিচয় নেই৷ ভার্সিটি যাই না৷ বান্ধু বান্ধব নেই৷ প্রেমিক নেই৷ সময় কোথায় প্রেম করবার?

খুব সুন্দর ছিলাম ছোটবেলায়৷ কোলে নিতো সবাই৷ টিপে দিতো গাল৷ বাবা আমাকে সাথে সাথে রাখতেন৷ কারো কোলে খুব সহজে দিতে চাইতেন না৷ চাইতেন না কেনো, জানি না এখনো৷ পৃথিবীর কতো রহস্যই তো জানে না মানুষ৷ এটা ও একটা রহস্য, বাবা কেন্দ্রিক রহস্য।

দিন দিন কেমন হয়ে গেলাম৷ অবহেলার পাত্রী৷ আমার মূল্যায়ন কমতে থাকলো৷ কমে গেলো আদর, ভালোবাসা৷ বেড়ে গেলো শাসন৷ এইট নাইনে একা হলাম৷ স্নেহ খোয়ালাম পুরোপুরি৷ কোনো কারণ ছাড়াই৷ প্রকৃতির মতো৷ যেমন বড় হই আমরা৷ মরে যাই৷ কাছে ডাকতো না কেউ৷ বলতো না কথা৷ খেতে বলতো না৷ অফিস করতেন বাবা মা৷ বাসায় রেখে যেতেন আমায়৷ একা৷ রুমে আটকে রাখতেন৷ দরজার বাইরে তালা দিতেন৷ আনন্দ, ভয়, একাকিত্বে কেটেছে আমার দিন৷ আমি একাকীত্ব কে সাথী করে নিঃসঙ্গতাকে আগলে বড় থেকে আরো বড় হতে লাগলাম।

বয়সের সাথে সাথে বাড়লো কাজ৷ কাজের লোক হলাম আমি৷ বুয়া৷ বাসায় খাটাতো খুব৷ বলার জায়গা নেই৷ রাজ্যের কাজ করতে হয় আমার৷ সারাদিন ‘খিটখিট’ করে দাদী৷ ফুফুরা করে ‘গ্যাজগ্যাজ’৷ আমায় সহ্য হয় না তাদের৷ আমার সব কাজ ভুল৷ সব কিছুতেই তাদের ‘বা হাত’৷ ‘এটা এমন কেনো? ওটা ওমন কেনো?’ দুনিয়া জুড়া নালিশ তাদের৷ বাবার কাছে৷ মার কাছে৷ শান্তি নেই বেড়াতে গেলেও৷ কাজ আর কাজ৷ দুনিয়ার সব কাজ করতে হবে আমায়৷ আমি ছাড়া যেনো কেউ নেই৷ সবচে বেশি করাতেন ফুফুরা৷ মানসিক এক অসহ্য যন্ত্রণাকে সয়ে আমি বয়ে বেড়াতাম।

আমার সাড়া গায়ে এলার্জি৷ অনেক আগে থেকেই৷ এখন ভয়াবহ৷ অষুধ খেতে হয় সারা মাস৷ সমস্যা আরেকটা হয়েছে এখন৷ হাত পা ব্যাথা করে৷ সোজা করতে পারি না কোমর৷ ব্যাথায় মরে যাই৷ হাঁটতে পারি না৷ ডাক্তার বলেছে, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা প্রবল৷ চিকিৎসা হচ্ছে না আমার৷ টাকা পয়সার খুব টান৷ টিউশনি করাতে পারি না৷ ভার্সিটি আর হাত খরচটা পাওয়া যেতো৷ তাও নেই৷ বাবার কাছে চাইতেও ইচ্ছে করে না৷ চেয়েই বা কি লাভ?

ডাক্তারের আশঙ্কাই সত্য ফলেছে৷ প্যারালাইসিস হয়েছে আমার৷ অবস হচ্ছে হাত পা৷ অষুধ পাচ্ছি না আমি৷ সেবা পাচ্ছি না৷ পাচ্ছি না স্নেহের হাত৷ অবহেলা, অনাদরে কাটছে আমার দিন৷

বাসায় পড়ে থাকি দিন রাত৷ মাথায় উকিঝুকি দেয় ছেলেবেলা৷ শৈশব৷ আমি খোঁজে ফিরি সেই সব দিন৷ সেই সুন্দর আমি৷ সবাই কোলে নিচ্ছে৷ টিপে দিচ্ছে গাল৷ আহা! ভাবনা আরেকটু এগুলেই খারাপ লাগে৷ বিষাদে ভরে যায় মন৷ একটা বাচ্চা মেয়েকে ঘরে আটকে রাখা৷ এতো এতো কাজ৷ সবার বকাঝকা৷ বাবা মার অবহেলা৷ উফ! ভাবতে পারি না৷

একাকীত্ব গ্রাস করে আমায়৷ বোর হয়ে যাই৷ হাজার রকম চিন্তা আসে মাথায়৷ এই জীবন কি দিয়েছে আমায়? এই ফ্যামিলি? আত্মীয় স্বজন? অবহেলা, অনাদরে বেঁচে থেকে কি লাভ? স্বপ্নহীন ঘুরে? যে জীবনে স্বপ্ন নেই, নেই ভালোবাসা, সেটা জীবন? ইচ্ছা করে, চলে যাই সব ছেড়ে৷ দূরে৷ বহুদুরে৷ একা৷

রাজশাহী আমার বাবার বাড়ী৷ মা-বাবা ঢাকা এসেছেন৷ ঘুরতে৷ খুব ছোট আমি৷ বাবা মারা যান রোড এক্সিডেন্টে৷ মাও৷ সেই যে একা হলাম, এখনো একাই৷ এতো এতো মানুষের ভেতরও আমি একা৷ বাবা, মা, ভাই, ফুফু, দাদী কেউ আপন না৷ আমি কারো আপন না৷ কুড়িয়ে পাওয়া মানুষ কারো আপন হয় না৷

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img