-মালিহা আক্তার
পা দুটো চলছে তো চলছেই! থামার কোনো নাম নেই। চাইলেও থামাতে পারছি না। বিশ্রাম নেবার ফুরসতটুকু নেই। মাঝে মাঝে নষ্ট হয়ে গেলে বিশ্রাম নেবার সময় পাই আরকি! কিন্তু নষ্ট হলে কি হবে?! প্রাকৃতিকভাবে আমি চলছি ই! কোনোভাবেই আমাকে থামানো যায় না। কেউ চাইলেও থামাতে পারে না। আমিও কখনো চেষ্টা করিনি। ভালোই লাগে আমার মানুষের উপকার করতে। আমারও অবশ্য ব্যায়াম হয়! আমার বংশধররাও কিন্তু থেমে নেই। তারাও আমার মতো। একেক জন একেক জায়গায় আছে। কেউ হয়তো দোকানে বা বাসা, বাড়ি, অফিস, আদালত, বিদ্যালয়, হোটেলে, আবার কারো হাতে আছে! আমরা সবাই একই পথে চলি। কেউ হয়তো আগে কেউবা পরে। ১২ ঘরের এই পৃথিবীতেই আমাদের জীবন আটকে রয়েছে। আমার পরিচয়টাই তো দেয়া হলো না! আমি ঘড়ি। হ্যাঁ, আমিই সেই ঘড়ি যে, সবাইকে সময় জানতে সাহায্য করি। সময়ের মূল্য বোঝাই। সময় বহমান আমিও বহমান!
ছবি-ফিদা আল মুগনি