শেখ পাপিয়া ফাতিমা
গল্প শুনতে কার না ভালো লাগে! আর সেই গল্পটি যদি হয় পৃথিবীর প্রথম গল্প তাহলে তো আর কোন কথাই নেই। এ দুনিয়ায় যত গল্প আছে তার ভেতর সব থেকে পুরনো গিলগামেশ-এর কাহিনী।খ্রিস্টের জন্মেরও তিন হাজার বছর আগের এই গল্প লেখা হয়েছিল সুমেরীয় কিউনিফর্ম লিপিতে।নরম কাদার ফালির ওপর প্রাচীন আরাক নগরীতে। এরপর হাজার হাজার বছর কেটে গেল ধূলোয় মিশে গেল আরাক নগরীর আকাশ ছোয়া ইয়া মোটা উচু উচু পাঁচিল।লাখ লাখ মণ মাটির নিচে চাপা পরে থাকল গিলগামেশের গল্প। আজ থেকে মাত্র দেড়শ বছর আগে রাসাম নামে এক লোক খুঁজে বের করে সে মাটির ফলক।একটানা সতের বছর লেগে থেকে স্মিথ নামের আর একজন হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়া কিউনিফর্ম লিপির পাঠোদ্ধার করে আধুনিক ভাষায় অনুবাদ করলো গিলগামেশের কাহিনী।
#মূলকাহিনীর_সারসংক্ষেপঃ
বিশাল সাত জ্ঞানী লোকের তৈরি, বিশাল উচু উচু পাঁচিলে ঘেরা আরাক নগরীর রাজা গিলগামেশ। যার দেহের দু’ভাগ দেবতা এক ভাগ মানুষ। গিলগামেশ অন্তত লম্বা ও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বীর। গিলগামেশের প্রজাদের মাতব্বররা তার ওপর অসন্তুষ্ট হয়ে দেবতাদের নিকট নালিশ জানালে এবং আকুতি মিনতি করে গিলগামেশের শাস্তির ব্যবস্থা করাল। দেবতারা গিলগামেশকে শাস্তি দেয়ার জন্য এনকিদু নামক এমন এক জন্তু মানব তৈরি করল যা অর্ধেক জন্তু অর্ধেক মানব আর গিলগামেশেরই মত দেখতে, তবে গিলগামেশের চেয়ে সে অধিক শক্তিশালী। গল্পের কাহিনীর মোড় ঘুরে এক সময় এনকিদু গিলগামেশের সবচেয়ে প্রিয় বন্ধু প্রাণের বন্ধু হয়ে যায়, যদিও তাকে পাঠানো হয়েছিলো গিলগামেশকে মারার জন্য। দেবতাদের অভিশাপে দুঃস্বপ্নজনিত অসুস্থতায় এনকিদু মারা যায়।এনকিদুর মৃত্যুতে গিলগামেশের এতটাই আঘাত পায় যে, সে রাজ্য ত্যাগ পাতাল মর্ত চষে ফেলে এনকিদুকে ফিরে পাবার এবং অমর হওয়ার সন্ধ্যানে। অবশেষে গিলগামেশ দেবী ইয়ার বরে সে এনকিদুর সাথে শেষ দেখা পায় মৃত্যুনগরীতে এবং দুই বন্ধু অশ্রু আনন্দ প্লাবনে ভেসে যায়, অবশেষে গিলগামেশ পাতালপুরীতেই প্রিয়বন্ধু, ভাই এনকিদুর সামনেই মারা যায়।
#পাঠপ্রতিক্রিয়াঃ
★ভালোবাসা দ্বারা শত্রুও বন্ধু হয়ে ওঠে।
★ক্রোধে ধ্বংস তান্ডবেও দ্বিধা আসে না।
★ ভালোবাসার মোহে মানুষ সব করতে সক্ষম, ভালোবাসার মোহে পরে সে মৃত্যুকে আলিঙ্গনেও পিছ হয় না।
★ এ প্রথম কোন ধর্মীয় কিতাবের বাইরে বইয়ের লেখা থেকে নূহ(আঃ)-এর আমলে ঘটে যাওয়া মহা প্লাবনের কথা জানা গেল।
বইঃ গিলগামেশ
পৃথিবীর প্রথম গল্প
লেখকঃ মুহম্মদ আলমগীর তৈমূর
প্রকাশনীঃ তাম্রলিপি
প্রচ্ছদঃ আব্দুস সালাম
মূল্যঃ ২০০