–মালিহা আক্তার
ঝাড়ু দিয়ে করি মোরা
ঘর ঝাটাই
এটা দিয়ে মাঝে মাঝে
মানুষও পেটাই!
সে কথা থাক বাবা!
ঝাড়ু দরকারি
দিনরাত এটা দিয়ে
ঘর পরিষ্কার করি।
দিনরাত ঘরে ফেলি
ময়লা আবর্জনা!
ঝাড়ু তা ঝাটা দিতে
একটুও ভুলেনা!
ঝাড়ুরা দুই ভাই
ফুল আর শলা!
শলা হলো বড় ভাই
ফুল ভোলাভালা!
থাকে দুজন একই ঘরে
ফুল থাকে পাকায়,
শলা বাবু আরামে
বিছানা করে ঝাটাই!
তবে যে যাই ই বলুক
দুই ভাই ই সমান!
মানুষ পেটানোর কাজে
দুজনেরই সমান অবদান।
দিনরাত করছে তারা
ঘর পরিষ্কার
নিজের কথা ভুলে তারা
করছে পরোপকার!
-সপ্তম শ্রেণী, ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ