অাফনান হোসেন
বৃষ্টি চলে গেছে। ভোরের আকাশ আজ সুন্দর ও পরিষ্কার। কিন্তু এই শহরের বাসিন্দাদের কাছে কোনো ভোরই যেন সুন্দর নয়। তারা ভাবেন যদি এই দুনিয়ায় কোনো জাহান্নাম আছে তবে এটাই সে জায়গা। প্রতি রাতেই তারা ভাবেন, “কাল ভোর দেখতে পাবেন কি?” সেরকম এক ভোরে জ্ঞান ফিরে সারার। সে প্রথমেই দেখলো ধোয়া। ধোয়ায় হারিয়ে যাচ্ছে তাদের বাড়ি। পাশেই তাকিয়ে দেখে তার প্রতিটি সুখ দুঃখের সাক্ষী তার পরিবার। তারপর দেখে সে তার দিকে এগিয়ে আসা কিছু সীসার মৌমাছি।