আকরাম এইচ বি
বিয়োগ জ্বালায় দগ্ধ করে মুগ্ধ করেছে বিজয়।
সুখ হরেছে,দুখ দিয়েছে,তবেই এলো এ জয়।
বায়ান্নতে বীজ গজিয়ে জয়ের ফলটা এলো।
একাত্তরে বুক ফেটেছে,অশ্রুতে চোখ টলো।
হায়নাগুলো চেয়েছিলো মায়ের ভাষা কাড়তে।
উল্টো স্রোতে বাঁধলো প্রাচীর;রফিক সালাম রক্তে।
রক্তের দাগ মুছে গেলেও অন্তর ক্ষোভে জ্বলছে।
পাকবাহিনী বাংলা জ্বালবে;কারা জানি বলছে।
রেসকোর্সে উঠলো জোয়ার মাতৃ ভাষা সংগ্রামের।রণসাজে উঠলো হেঁকে,দ্যাখ বাঙালী সব কামের।কৃষক শ্রমিক আম জনতা বেরিয়ে এলো ময়দানে।
ছাত্ররা সব অগ্রে সবার,লাঠি বৈঠা কোন খানে?
বোন গুলো জায়নামাজে নাড়ছে খোদার রহম দ্বার।
ইয়া এলাহি রহম করো,আনচার হও ভাই গুলার।
ওদিক থেকে আসছে ভেসে মানুষ মরা গন্ধ ঢের।
এথায় সেথায় জমা করা হায়! স্তুপ লাশ ইনসানের!!
রক্ত ঝরে,অশ্রু ঝরে,চলছে লড়াই চতুর্দিক।
মুক্তির গানে ছুটছে সবাই,মৃত্যু নদে সব নাবিক।
এক এক করে মুক্ত করে আপন দেশের মাটি হায়।
মুক্ত হতে ঝরছে জীবন, ল্যাংড়্যা লুলার হিবাব নাই।
আকাশ বাতাস ভারি হলো অবুঝ শিশুর কান্নাতে।
এ কান্নাযে তুলবে তুফান পাকীদের নেই কল্পতে।
রক্ত ঝরে,মানুষ মরে,নয় মাসে তা লাখ ছাড়ায়।
কথায় কথায় শুনি পরে ত্রিশ লক্ষ প্রাণ গড়ায়!!
লাখ শহিদের ত্যাগে,তোমায় পেয়েছি হে বিজয়।
ঘায়েল করেছি পাক হানাদের,মানিনিকো পরাজয়।
তুমি এসেছো হাজার বছরের শোষণ মুক্তি দিতে।
বিজয় তোমায় সু-স্বাগতম শহিদের বঙ্গতে।