একুশ মানে বাঁধনহারা,
ইচ্ছেমত কথা বলা।
একুশ মানে আত্মহারা,
দাদুর কোলে গল্প শুনা।
একুশ মানে দিশেহারা,
ভাই-বোনের যুদ্ধ করা।
একুশ মানে ফাগুন বেলা,
কোকিলের গান করা।
একুশ মানে কৃষকভাইরা,
লাঙ্গল নিয়ে রাস্তায় আসা।
একুশ মানে চা বিক্রেতা,
রেডিও নিয়ে বসে থাকা।
একুশ মানে মধ্যবিত্ত,
বাধাকে ডিঙ্গিয়ে আসা।
একুশ মানে শিশু-কিশোর,
পোস্টার নিয়ে রাস্তায় নামা।
একুশ মানে ছাত্র সমাজ,
শৃঙ্খলকে মুক্ত করা।
একুশ মানে ষড়যন্ত্র,
মায়ের ভাষা কেঁড়ে নেওয়া।
একুশ মানে ঝাঁঝালো মিছিল,
পুলিশের গুলি করা।
একুশ মানে মিছিল বঙ্গ,
ভাষার জন্য জীবন দেওয়া।
একুশ মানে মা জননী,
সন্তানের অপেক্ষা করা।
একুশ মানে স্বাধীনতা।
সালাম-বরকতদের স্মরণ করা।
একুশ মানে তোমাকে নিয়ে লিখা আমার
প্রথম কবিতার মনের ভাষা।
কবিঃ আল জোবায়ের আলীম