–মালিহা আক্তার
আজ যে মোর পরীক্ষা শেষ
আনন্দ তাই অনেক বেশি
এরজন্য গাইছি আমি
নাচছি খুশি খুশি!
পরীক্ষার আগে করেছি যে
কত শত প্ল্যান!
এখন করবো বাস্তবায়ন
একটু সময় দেন!
কী যে মজা!
আকাশে আর বাতাসেতে ঐ
পাখির মতো নাচছি এখন
তা তা থৈ থৈ!
এখন আমার মনে বাজে
গানের লিরিক্সগুলো
তাই আমি ভুলছি না যে
গাইতে গানগুলো।
এখন আমি করি এটা
ওটাও করি!
মনটাকে যে শান্তিতে আর
খুশিতে ভরি!