তুমিই আমার শক্তি
-অধম নূর ইসলাম
“আমি ভালোবাসি তোমাকে
তুমি কি ভালোবাসো আমাকে?
ভালোবাসিলে রাখিও-
তোমার চরণে আমারে।
তোমাকে দিয়ে- আমার শক্তি,
তুমি উড়ে গেলে আমি লাশ।
কায়া দেখতে অনেকেই আসবে
থাকতে মায়া করো,
আমি ঘুমিয়ে গেলে-
তুমি তোমার প্রশ্নের উত্তর আর পাবেনা।
আমি ভালোবাসি তোমাকে
তুমি কি ভালোবাসো আমাকে?
দুঃখের পরিচয় নিজ নিজে-
সুখের পরিচয় সবাই দেয় ভবে।
আমি রেখেছি তোমাকে আমার ভিতরে,
তুমিই আমার শক্তি-
তুমি উড়ে গেলে আমি লাশ।
আমি ঘুমিয়ে গেলে-
তুমি তোমার প্রশ্নের উত্তর আর পাবেনা।”