ফাতিমা পাপিয়া
একটি শিশু হাসে
একটি শিশু মায়ের কোলে অনাবিল হাসে,
মায়ের স্নেহ ভালোবাসায় আহ্লাদে ভাসে।
একটি শিশু কাঁদে
একটি শিশু অনাহারে ক্ষুধার জ্বালায় কাঁদে,
অন্ন অভাবে জীবন তাহার পথে পথে বাঁধে।
একটি শিশু ভারী পঁচা
অভাবে তার স্বভাব গেছে,
মারছে তাই পরের পকেট খোঁচা
একটি শিশু টোকাই
অন্যের দ্বারে হাতে পেতে তাই,
চলছে তার জীবন বাঁচাই।
একটি শিশু বিলাশবহুল
রঙিন কাঁচে স্বপ্ন বুনে,
নিজেকে নিয়েই সে ভেবে ব্যাকুল।
একটি শিশু পড়তে চায় না
না না, টাকার তার অভাব নেই কো,
পরিবারের জন্যই তার
পড়ার যত তাল-বাহানা।
একটি শিশু বিদ্যানুরাগী
পড়ার জন্যই তার সকল দাবী,
অর্থাভাবে পয়সার জন্য
হচ্ছে যে, তাই অন্যের বাঁধী।
একটি শিশু পথের ধারে
কাটায় রাত্রি-নিশি,
আপন বলতে নেই যে কেউ তার
তার জীবন কাটে বড়ই একাকী।
তবুও শিশু হাসে
একটি শিশুর হাসির সুরে
পৃথিবী আনন্দ সুখে ভাসে।