———আমাদের কথা ————
— লেখক;-আনিস মিয়া
আজকে আমরা ছোট শিশু সুন্দর আমাদের মন।
ভাল আরণে চলে ফিরে যেন, কাটাতে পারি জীবন।
কত আশা স্বপ্ন মোদের, করছি রচনা।
শত কষ্ট সয়ে যাব, কখনো পড়া জয় সইবো না।
সকলের সাথে থাকবো মিলে, দুঃখ কাউকে দিবো না।
জীবন দিয়ে বাসবো ভালো, ছলনা করবো না।
জীবনের এই স্বপ্ন যেন, চির স্থায়ি হয়,
আজকে আমরা ছোট শিশু আমরা করবো জয়।