আগামীর চাওয়া
অানিস মিয়া
আগামী!
নতুন একটি দেশ চায় আগামী,
যে দেশে থাকবে না রাহাজানি।
নতুন একটি পৃথিবী চায় এই আগামী,
যে পৃথিবীতে থাকবে না হানাহানি, মারামারি ।
নতুন একটি পরিবেশ চায় আগামী,
যেখানে থাকবে না ডাস্টবিনের ঐ পচা নোংরা পানি।
নতুন একটি রাস্ত চায় আগামী,
যেখানে থাকবে না খানা খন্দ আর পোড়া মাটি।
যেখানে হারাবে না আর একটি প্রাণও।
নতুন একটি স্বপ্ন দেখতে চায় আগামী,
যে স্বপ্ন আকাশ চুম্বী,
যে স্বপ্ন ভাঙ্গবে না অনাকুলে ।
নতুন করে গড়ে উঠবে আগামী,
নতুন একটি পৃথিবী নিয়ে,
যে পৃথিবীতে থাকবে না হাহাকার,থাকবে না অনাচার।
শুধু ভরে উঠবে ভালোবাসায়।