কবিতাঃ—–
অন্ধকার
আফরিন রহমান
রোদদগ্ধ শহর
চলার পথ ধূলিধূসর, নিষ্ঠুরতার রুক্ষ
আর যেন অন্তহীন প্রতিটি মুহূর্তে
বেরিয়ে আসছে
অজানা কালো গহব্বর থেকে।
তবু নিঃশব্দ পথগুলো নীরবে
চলছে ধ্বংসের পথে।
পাশবিক হিংস্রতা,
হিংস্রতায় দু- চোখ ধকধক্ জ্বলে।
তাদের চোখে স্বার্থে অন্ধ,
মানুষকে মানুষ না দেখে কুকুর জ্ঞান করে।
তাদের দৃষ্টি অপরিচ্ছন্ন, চোখ নকল।
মানুষের চোখে বৈরিতা,
তবে কুকুরের চোখে বৈরিতা নেই।
বর্তমান মানুষগুলো আপাদমস্তক
দেখতে শুনতে মানুষ হলেও
স্বভাব তাদের কুকুরের মতো।
তাদের ঘর আছে,
কিন্তুু তাদের ঘরে প্রবেশের দরজা নেই।