-এইতো আমার বাংলাদেশ ——-
,,,,,,,,, আনিস মিয়া,,,,,,,
সোনালী ধানে, পাখির গানে,
ভরা একটি দেশ,
সে তো আমার সোনার বাংলা
সোনার বাংলাদেশ।
সেখানে সবুজ গাছে, দোয়েলর নাচে,
মাঠের নেইতো শেষ
সেইতো আমার সোনার বাংলা
সোনার বাংলাদেশ।
যেখানে রোদে পুড়ে ফসল ফলায় কৃষক
শেষ হেমন্তে হাসি ফোটে ফসল তুলতে ঘরে।
এইতো আমার সোনার বাংলা,
সোনার বাংলাদেশ।
যেই মাটিতে জন্ম আমার, মৃত্যু যেন হয়গো এখানেই।
যেখানে আমার সোনার বাংলা ।
আমার সোনার বাংলাদেশ।
যেইখানে তে সূর্যিমামা চিকমিকি হাসে,
রাতের চন্দ্র সেই হাসিতে উঠে ঝলমলিয়ে।