মহিবুল ইসলাম বাঁধন
(আইডিয়াল স্কুল এন্ড কলেজ)
স্কুল জীবন একজন মানুষের জীবনের রঙিনতম এক অধ্যায় । বন্ধুদের সাথে আড্ডা, খুঁনসুটি আর স্কুল এর বেঞ্চ-টেবিল- চেয়ারের সাথে কাটানো মুহূর্তগুলো প্রতিনিয়তই আমাদের মনে উকিঁ দিয়ে যায়। স্মৃতির মণিকোঠায় চিরস্থায়ী জায়গা করে নেয় টুকরো স্মৃতিগুলো। দীর্ঘ দশ বছরে স্কুলের সাথে মিশে আছে হাসি-কান্নার অনেক দৃশ্য। প্রথম শ্রেণিতে যেদিন মায়ের হাত ধরে স্কুল প্রাঙ্গনে পা দেই, আমার স্মৃতির ডায়েরির পাতায় নতুন নতুন অভিজ্ঞতা স্থান করে নিতে শুরু করে। প্রতিদিন স্কুলে যাওয়া, ক্লাসের বিরতিতে বন্ধুদের সাথে আড্ডা, ক্লাস ফাঁকি দেওয়া, স্যারদের ফাঁকি দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ক্লাব এর নাম করে ঘুরে বেড়ানো কিংবা স্যারদের সাথে মজা করার স্মৃতি ভুলে থাকা কখনোই সম্ভব নয়।
টিফিনের বিরতিতে ফুটবল খেলা ছিল আমার নিয়মিত অভ্যাস। স্কুলের মাঠে বোতল দিয়ে ফুটবল খেলা শুরু ,ধীরে ধীরে স্কুলের ফুটবল দলের অপরিহার্য অংশ হয়ে যাওয়া, গোলপোস্টের নিচে আস্থাশীলতার প্রতীক! স্মৃতি গুলো বারবার আমায় নাড়া দিয়ে যায়। স্কুলের বাগানে ঘুরে বেড়ানো, ফুলের সুবাসে নিজেকে হারিয়ে ফেলা- রোমাঞ্চকর দিনগুলির কথা মনে পড়লে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ি। স্কুলের প্রতিটি বেঞ্চ চেয়ার টেবিল যেন স্মৃতি মালার একেকটি অংশ। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকের থেকেই প্রতিনিয়ত কিছু না কিছু শিখেছি-জেনেছি।
তাই স্কুল জীবন মানেই মুগ্ধতায় আচ্ছাদনে নিজেকে ঢেকে দিয়ে আনন্দের ফুল ফুটানো ।