ফিদা আল মুগনি
আমাদের শহরে বাঘ এসেছিল। হিংস্র ডোরাকাটা কাল্পনিক বাঘ, ধরে নিয়ে যেতে পারে যে কোন সময়। রাজীব হাসান ভাইয়ার লেখা দ্বিতীয় আর আমার পড়া তাঁর প্রথম বই। এই কিছুক্ষন আগে গরম গরম নিয়ে এসেছি বইমেলা থেকে, আর শেষ হয়ে গেল। এক নিঃশ্বাসে শেষ হয়ে যাবার মত বই। এখানে দেখবেন বাঘের শহরটা আসলে রূপকথা না, সেখানে আপনি আছেন, পাশের বাড়ির ছেলে থেকে গাছের পাখি, এঁটো খাওয়া বিড়ালও আছে। আছে ছায়া-আলোর গল্প। পড়তে পড়তে চলে যাবেন রংপুর শহরে, একটু খুঁজলে হয়ত রনি-শাওনদের বাড়ির আশ্রিতা বু কে খুঁজে পাবেন, পাবেন ট্রেনের হুইসেল বাজাতে চাওয়া রাশেদ আর বাঘের ভয়ে তটস্ত ফুলকলিকে। এদের সাথে গল্প এগিয়ে যায়। আবার গল্পে হুট করে সত্যিই বাঘ ঢোকার উপক্রম হয়, গোধূলির ছায়ার মত বাঘ চলেও যায়। আসে চিত্রা, চিত্রার হাসি ঘুরে বেড়ায় বইয়ের এমাথা থেকে সেমাথা। উপন্যাসটা দারুন রূপকে ভরপুর। দারুন দারুন মেটাফোর আপনাকে হাসাবে না, ভাবাবে। আবার দৃশ্যপট বারবার বদলে গেলেও একটুখানিও ক্লান্ত হবেন না বলে দিচ্ছি। বহুরূপী বাঘকে খুঁজে দেখবেন উপন্যাসে, হয়ত পেয়েও যেতে পারেন। আবার হয়ত উপন্যাস থেকে বের হয়ে আশেপাশেই বহুরূপী কাউকে ধরে ফেলতে পারেন। নাকি আপনিই বাঘ! বসে আছেন শিকারের জন্য, সামনে চপল হরিণি, আপনি ওৎ পেতে আছেন…
বইয়ের নাম – আমাদের শহরে বাঘ এসেছিল
প্রকাশনী – প্রথমা প্রকাশন
লেখক – রাজীব হাসান
পৃষ্ঠা সংখ্যা – ১৭৬