–রাফিদা আঞ্জুম তানাজ
মেঘগুলো কেমন ছন্নছাড়া,
করছে আমায় দিশেহারা,
বাতাস বয়ে আনছে এক আনন্দ,
আর বজ্রপাতের কবিতায় আছে এক অপরূপ ছন্দ।
বৃষ্টি যখন শুরু হল, সে গাইল এক গান,
সেই গানেই ফিরে পেলাম আমি আমার প্রাণ।
এই মধ্য আষাঢ়ে, বৃষ্টি পরছে মুশলধারে
পাতার উপর পানির ফোটার ধাঁচ, দেখে মনে হয় যেন টুকরো কাচ।
এখন বৃষ্টি শেষ, তবে রয়ে গিয়েছে রেশ, গোধুলি হয়ে ছরিয়ে আছে রঙ,
সেই রঙে বদলেছে আমার ঢং।
খুশি হয়ে, উড়ছে আমার মন স্বাধীন পাতার মত,
সাথে আমার যোগ দিয়েছে, পাখি শত শত।
ফের, অন্ধকারের কাল মেঘ, বদলেছে তার বেগ, আর যখন আকাশ গেল ঢেকে,
বৃষ্টি তখন নতুন ছবি দিল একে।
আবার সেই ছন্নছাড়া মেঘ, বজ্রপাতের কবিতা ও বৃষ্টির গান,
এরা এখন যেন হয়ে গিয়েছে, আমার দৈনন্দিন মেহমান।
ষষ্ঠ শ্রেণী
ফিউচার জেন ইন্টারন্যাশনাল স্কুল