#গল্পিতা
সালমান সাদ
দোকানটার পাশ দিয়ে আমার প্রায়ই যাওয়া-আসা হয়। এটা দোকান-সবাই বলে দোকান, কিন্ত এটা সে অর্থে দোকান না। দোকান বলতেই আমাদের চিন্তায় পণ্যসামগ্রীতে ঠাসা যে একটা ঘরের চিত্র ভেসে ওঠে এটা তেমন দোকান না।
এটা একটা চুল কাটার দোকান -একটা স্যালুন।
কখনো কোন কারণে ঘোরা পথে বাসায় ফিরতে হলে পথের পাশে স্যালুনটা পড়ে। পাশ দিয়ে যেতে যেতে শুনি সবসময়, স্যালুনটাতে হাই ভল্যুমে মিউজিক বাজছে। আশপাশ পথঘাট যেনো কাঁপছে। বাংলা হিন্দি ইংরেজি বিভিন্ন গানের মিউজিক। সর্বদাই -দিনরাত হয়তো মিউজিক বাজে। অনন্য খাদ্যের মত এরা হয়তো মিউজিক ও খায় মিউজিকও পান করে।
ক’দিন আগে স্যালুনের মালিক মহোদয় খাজাবাবা মাইঝভান্ডারির হাতে বয়াত হয়ে এসেছেন।
এখনো স্যালুনটার পাশ দিয়ে যেতে যেতে শুনি উম্মাতাল মিউজিক বাজছে।
ফারাক – এখন বাজে মিউজিক আরবি গানের।
এখনো এখানে বাদ্য-বাজনা-নাচ চলে।
তবে আল্লাহ-রাসুলের নামের তালে তালে…