ইচ্ছা
মালিহা আক্তার
আজ যদি ঐ ডালিম গাছে
ডালিম পাখি থাকতো
আজ যদি ঐ আম গাছে
ঐ আম পাখিটি থাকতো!!
আজ যদি ঐ গরুর গাড়ি
আকাশেতে উড়তো
আজ যদি ঐ মেঘগুলো সব
বাড়ির ছাদে বসতো!
আজ যদি এই পুরো বিশ্ব
হাতের মুঠোয় থাকতো
তাহলে তো মজা আমার
কিছু তে নাই থাকতো!
তাই বলে আজ সবকিছু যে
আছে নিজের জায়গায়
আমরা তাই খুঁজছি সবই
হাতের মুঠোয় পাবায়
বাড়ছে মোদের কৌতুহল যে
দিনে দিনে কত!
বিশ্বে আছে অনেক কিছু
দেখার ইচ্ছা যত!
ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ
সপ্তম শ্রেণী