বকুনি
মালিহা আক্তার
মোদের এক শিক্ষিকা
রহিমা খান,
ক্লাসে এসে বসে বসে
মেয়েদের মাথা খান!
সে ই এক শিক্ষিকা
আসে প্রতিদিন
একদিন ও মিস নয়
প্রেজেন্ট ত্রিশ দিন!
আসবে আর করবে
শুধু রাগারাগি
একটু এদিক হলে
দিবে এক ঝাড়ি।
তাই তিনি আসার আগে
ক্যাপ্টন উঠে বলে
ওঠো ওঠো দাঁড়াও সবাই
সালাম দাও জোরে।সবাই তখন সাবধান
আপা এসে বকা দিলে
যাবে সবার গর্দান!!এরকম করেই মোদের
দিন যায়
আপা এসে বকা দিয়ে
রহিমা খান,
ক্লাসে এসে বসে বসে
মেয়েদের মাথা খান!
সে ই এক শিক্ষিকা
আসে প্রতিদিন
একদিন ও মিস নয়
প্রেজেন্ট ত্রিশ দিন!
আসবে আর করবে
শুধু রাগারাগি
একটু এদিক হলে
দিবে এক ঝাড়ি।
তাই তিনি আসার আগে
ক্যাপ্টন উঠে বলে
ওঠো ওঠো দাঁড়াও সবাই
সালাম দাও জোরে।সবাই তখন সাবধান
আপা এসে বকা দিলে
যাবে সবার গর্দান!!এরকম করেই মোদের
দিন যায়
আপা এসে বকা দিয়ে
আবার চলে যায়!!
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ
সপ্তম শ্রেণী