এক মধ্যরাতে
হাঁটছিল একজন মধ্যবয়সী তরুণী
বুকে তার শত ভয়
কখন যে হায়নার দেখা হয়।
এ হায়না সে হায়না নয়
দুপেয়ো এই হায়নাগুলো
সভ্যভাবেই রয়।
পাবে না সহজে দেখা কভু
হিংস্র মনোভাব ।
কোর্ট প্যান্ট পরে
ফিটফাট হয়ে
সদা বিরাজমান ।
তব যদি কখনো
এক রমণী সহ
দেখা হয় কভু।
দেখিতে পাহি দুই নয়নে
হিংস্র কতটুকু ।
কিশোরী কিংবা তরুণী
কিংবা অষ্টক পেরোনো
কোমলমতি শিশুটি
রক্ষা হয়নি একটুখানি
হিংস্রতার ছড়াছড়ি ।
হাঁটিতে হাঁটিতে
পৌঁছে গেল নির্জন গলিতে
মনে করে ভয়
কখন না কী হয়?
তবু পেরোতে হবে গলি
আজ যেন সে
ব্যাধে ধরা পড়া
হতভাগা হরিণী ।
হঠাৎ করে অনুভূত হয়
লোমশ একটি হাত
কিছু বোঝার আগে
মুহূর্তের মধ্যে
নেমে আসে আঁধার ।
আজও যায়নি জানা
সেদিনের ঘটনা
শুধু গিয়েছিল পাওয়া
নির্যাতিত ছিন্নভিন্ন দেহটা।