এক বিকেলে বৃষ্টিভেজা মন,
বন্ধু তোরা কোথায় এখন আছিস কেমন?
উদাস বিকেল স্মৃতির পাতায় ঘোরাঘুরি,
দশ বছরের পথচলা তাই,
এখন যেন স্বপ্নপুরী।
ক্লাসরুমের সেই লুকোচুরিগান, কবিতা, আড্ডাবাজিআরও কত কারসাজিতেসময়গুলো ভালোই ছিলো,
সময় এখন থমকে দাঁড়ায়
মলিন মেঘে রোদ ঢেকে যায়,
হঠাৎ করেই বৃষ্টি নামে,
আকাশটা অদ্ভুত।
নদীর জলে বয়ে চলে দুঃখ ভরা সুখ,
আবছা আলোয় ভেসে ওঠেসেই যে চেনা মুখ।
অতীত নেশায় বুঁদ হয়ে রই,টিফিন নিয়ে ছলাকলা
গ্রীষ্মের আম, চুরির খেলাবলে-ব্যাটে ছক্কা, আউটবিশাল রেকর্ড বই,
স্যারের কথা এড়িয়ে গিয়ে ফুটতো কথার খই।
কত বসন্ত পেরিয়ে গেলোজীবনটা যে এলোমেলো
শৈশবের সেই সুখগুলো,
আজ কোথায় গেলে পাই?
তোদের ছাড়া শুন্য সবই পথটা বিশাল মরুভূমি,কষ্ট, কিছু কষ্ট থাকে যখন যেথায় যাই।
জীবনটা তো চলেই যাবে
অচিন শহর, পথ হারাবে,
অতীত স্মৃতি সঙ্গী হবে থাকবে পোড়া ক্ষত।
অনন্য এই ভালোবাসা ক্ষুদ্র প্রাণে অনেক আশা_আঁধার রাতে চাঁদ ছড়াবেজ্যোৎস্নার নীল আলো,
বন্ধু তোরা ভালো থাকিস,ভীষণরকম ভালো।
দ্বাদশ শ্রেণি