–সালমান সাদ
আমি কার দিলের ওপর সঙ্গোপনে দিল রেখেছি,
আমি কার মনের তরে আমার মনে খিলি দিয়েছি!
আমি কার চোখের ওপর আড়েআড়ে চোখ ফেলেছি।
আমি কার হাসির ভেতর ভুলেই গেছি নিজের হাসি।
আমি যার জন্য কবি বাক্য লিখি সেই জানে না।
কত প্রাণ আকুল থাকে
কত বুক শুষ্ক থাকে তাহার তরে সে বোঝে না।
তুমি ওই তোমার মুখের রূপনগরে দাও আবরণ।
থেমে যাক আমার বুকের সব ধুকপুক সব শিহরণ।