ইভান আহমেদ রাকিব
বন্দি কারাগার
এখানে নিয়ম নিষেধ বৃত্তে আবদ্ধ।
এখানে স্রোতের টানে ভাসছে নিরুপায় জনতা।
এখানে নিয়তি কাঁটাতার দিয়ে ঘেরা,জিগীষা জাগে হতবাক।
নাবিক এর হাতুড়ির ভয়ে জিগীষা যায় হারিয়ে নিয়ম থাকে দাড়িয়ে।
এখানে তনয়ার বিবক্ষা নাই মনস্কাম নাই,যা আছে তা সীমাবদ্ধতায় ঘেরা
এখানে জনতা দোদুল্যমান, নির্ভীক হয়ে প্রতিবাদের সুর নিলে নৌকা যায় সমুদ্র অতলে।
এখানে স্বপ্নহীনতায় বাস করছে বনবাসী পাথুরে কাঠুরি
এখানে এজলাস অর্থের উপর ভাসমান
এখানে শাসক এর লাল চোখ
এখানে মূর্খ বক্তা জ্ঞানী শ্রোতা!
এখানে শাসকের ভয়ে জ্ঞানী জীবিত লাশ।
এখানে বয়স বেড়ে যাওয়ার ভয়ে ষোড়শ এ তনয়ার অনিচ্ছায় বিবাহ হয়।
এখানে স্রোতের গায়ে মিশে আছে বাঙ্গালি জাতি
তুমি কি জাগরিত করবে উপেক্ষিত শক্তিকে?
তুমি কি ভাসবে যে কোন নদীর স্রোতে?