ছড়া: পড়ালেখা
–মালিহা আফরিন
“পড়ালেখা”
মানবো না আর, মানবো না আর
এত্তো পড়ালেখা
যখন তখন আম্মু বলে,
পড়ালেখার কথা!
মাকে বলি, ” এতো পড়ে লাভ কী হবে বলো?”
সে বলে যে,” বড় হয়ে গাড়ি ঘোড়ায় চলো!”
আমি বলি, ঘোড়া তো মা টাকায়ই কেনা যায়! তাই বলে কি সারাটাদিন এত পড়তে হয়!’
সে বলে যে, ‘এমনি এমনই
আসতো যদি টাকা,
তবে কেন ঘোড়া বসে
ঘাস কাটতে থাকা!’
আমি তাই চুপটি করে যুক্তি খুঁজে যাই,
মা বলে যে, “পড়ালেখার কোনো বিকল্প নাই!”