নারীর চোখে অশ্রুজল
-অধম নূর ইসলাম
“গতকাল স্বপ্নে দেখেছি
তোমাদের চোখে হাসি দেখেনি
দেখেছি অশ্রুজল।
কুলাঙ্গার পুরুষ করেছে ধর্ষণ!
আমি দেখেছি
নারীর চোখে অশ্রুজল।
আজো বহু নারী হয় ধর্ষণ- নির্যাতন
হিংসো পশুদের হাতে হয় লাঞ্ছিত!
নেই কোন বিচার
মা- কেন চাও বিচার?
ক্ষমতা যার
আইন তার,
এ- আজ সমাজ!
নারী জাতি হয় যদি মা- জাতি
কেন হয় ধর্ষন- নির্যাতনের শিকার?
গতকাল স্বপ্নে দেখেছি
তোমাদের চোখে হাসি দেখেনি
দেখেছি অশ্রুজল।
নারীর কোলে জন্ম আমার
আর নয় নারী অবহেলা,
মা- হয় বন্ধু সকাল বিকাল’বেলা।
হে নারী
আদায় করো তোমাদের অধিকার,
সত্য- ন্যায়ের পথে হেঁটে
উজ্জল করো জীবন তোমার।
গতকাল স্বপ্নে দেখেছি
তোমাদের চোখে হাসি দেখেনি
দেখেছি অশ্রুজল।।”