আমি না হয় ভুলেই গেলাম।
ধুকপুকিয়ে কাটিয়ে দিলাম আর কটাদিন।
কাটিয়ে গেলাম ব্যস্ত সময়।
গুটিয়ে নিলাম নোঙর টাকে।
যেই নোঙর ভিড়িয়েছিলাম তোমার মনে।
রটিয়ে দিলাম এদিক সেদিক
ভুলগুলো সব আমার ছিলো
তাতে নাহয় জনসমাজ খিল তুলে দিক।
একটু নাহয় মারলো থুথু।
হিসেব করে তুমিও দিয়ো আমাকে ধিক।
ভুলেই গেলাম আমারো যে অনুপম এক জগত ছিলো।
সেই জগতে সুখ ছিলো আর সুখই ছিলো।
আনন্দের এক ঝর্ণা ছিলো।
ছিলো আরো বিশ্বাসী এক বড় নদী।
সকাল বিকেল সেই নদীতেই ভাসতো ভেলা।
ভুলেই গেলাম আমার ছিলো সাহস নামের পাহাড়চূড়া।
যেই চূড়াতে বসে তোমায় ছুঁয়েছিলাম।
নিলাম ধরে পাহাড়ে আজ ধস নেমেছে।
নদীর স্রোতে ডুবে গেছে ঠুনকো ভেলা।
ঝর্ণাধারা থেমে গেছে দুঃখ জমে।
মেনেই নিলাম এসব কিছু শুরু থেকেই হবার ছিল।
তবুও তুমি ভুলে থাকো নষ্ট সময়
যে সময়ে আমরা দুজন ছিলাম কাছে
অনিন্দ্য সব ঝগড়ুটে প্রহর ছিল।
দোহায় লাগে ওসব কিছু বের করো না
স্মৃতিগুলো দাও পুড়িয়ে আর কেঁদো না।
হাসান ইনাম
১ | ১১ | ১৭ ইং