Sunday, April 27, 2025
34 C
Dhaka

তিতলু (দ্বিতীয় পর্ব)


জুবায়ের খান

তিতলুদের দোতালা বাড়ি , নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর আর গেস্ট রুম । দোতালায় একপাশে ওর বাবা মায়ের রুম অন্যপাশে ওর নিজের রুম । দুটি রুমের সাথেই আলাদা বাথরুম আর রয়েছে বিশাল ছাদছাড়া বারান্দা । এক কথায় ছিমছাম ছোট খাট দোতালা বাড়ি । ডায়নিং রুম পার হয়ে সিড়ি বেয়ে দোতালায় উঠতে হয় । তিতলু নিজের ঘরের দিকে যাওয়ার সময় দেখলো ডাইনিং টেবিলের সবকিছু তছনছ অবস্থা, ফ্লোরে কাচের গ্লাস প্লেট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । সাবধানে পা ফেলে সিড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার সময় তিতলু ওর মায়ের কন্ঠ শুনতে পেল । কান্না করতে করতে বেশ জোরে জোরে কথা বলছেন, ওর বাবার গলাও শোনা যাচ্ছে । তিতলুর বুঝতে বাকি রইলো না ওর বাবা মায়ের মধ্যে আবার ঝগড়া হচ্ছে । সারাদিন হইহুল্লোর করে তিতলু বেশ ক্লান্ত । এসেই বাসায় এমন অবস্থা দেখে ওর অসহ্য লাগছে । নিজের রুমে গিয়ে বিছানায় দুহাত পা ছড়িয়ে শুয়ে থাকলো সে । সারাদিন যত মজা হয়েছে বাসায় এসে বাবা মায়ের সাথে সেই গল্প করবে বলে ভেবেছিল সে, কিন্তু বাসায় সেই পরিবেশ নেই । হতাশ হয়ে শুয়ে থাকে সে । কিছুক্ষন পর ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসলো তিতলু । দু মিনিট বই হাতাহাতি করে বই রেখেদিল । গল্পের বই পড়তেও আগ্রহ পাচ্ছেনা সে । তিতলু দরজা বন্ধ করে শুয়ে পড়লো ।
বাবা মায়ের ঝগড়া তিতলুর মোটেও ভালো লাগেনা । প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া হয় তবে আজ বোধয় একটু বেশিই খারাপ অবস্থা ।
এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না । ঝগড়া থেমে গেছে । একফাকে ওর বাবা এসে ওকে দেখে গেছে । বিছানায় শুয়ে শুয়ে তিতলু সারাদিনের ঘটনাগুলো নিয়ে ভাবছে । রাকিব ঠিক যেভাবে ভেবেছিল ঠিক সেভাবেই সারপ্রাইজ দিতে পেরে বেশ ভালো লাগছে ওর । রাকিবের বাসাতেও বেশ মজা হয়েছে ।
তিতলু মনে মনে ভাবতে লাগলো, ইশ রাকিবের কত মজা । দুই দুটি বোন ওকে কত ভালোবাসে । রাকিবের ছোট বোনটা কি কিউট, মাত্র ফাইভে পড়ে অথচ কী সুন্দর করে ভাইয়ের রুমটি সাজিয়েছে । বড় বোনটার তো তুলনাই হয়না, ছোট ছোট চিরকুট বক্সে ভরে একের পর এক চমক । এক চিরকুটে ছন্দ মিলিয়ে ধাঁধা বানিয়ে গিফট খুজে বের করা, সেইটা খুজে বের করার পর আরেকটি চিরকুট । এভাবে একের পর এক মজার মজার চমক । ইশ ভাইবোন থাকলে কত্ত মজা ।
তিতলু দীর্ঘ শ্বাস ফেলে ওর রুমের দেয়ালে টানানো ফ্যামিলি ফটো ফ্রেমটার দিকে তাকালো । বাবা, মা আর তিতলু । আফসস ভরা মন নিয়ে তিতলু আবার ভাবতে লাগলো, ইশ রাকিবের মত যদি আমারোও একটা বোন থাকতো । তবে হয়তো বাবা মায়ের ঝগড়ার সময় দু ভাইবোন মিলে একসাথে এই অসহ্য ও বিরক্তিকর সময়টাকে কাটিয়ে দিতে পারতাম । তাহলে হয়তো আপুকে বলতাম ” জানো আপু ? আজ সারাদিন না অনেক মজা করেছি । এক নিশ্বাসে সারাদিনের মজার কথা বলে ফেলতাম । যদি থাকতো একটা বোন ।
রাতে তিতলু খাবার জন্য রুম থেকে বের হলো না । তিতলুর মা রেহানা বেগম রুমে এসে ওকে জড়িয়ে ধরে অনেক্ষন কাঁদলেন । কেন কাঁদলেন ? কি হয়েছে কিছুই তিতলু জানেনা শুধু জানে ঝগড়া হয়েছে । তিতলু মাকে জিজ্ঞাসাও করলো না । রেহানা বেগম তিতলু কে খাবার মেখে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গেলেন ।

আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো তিতলু । হাত মুখ ধুয়ে নিচে নেমে গেল সে । খাবার টেবিলে কেউ নেই । পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে । জোরে জোরে কয়েকবার মাকে ডাকলো তিতলু কিন্তু কোনো সারাশব্দ পেলো না । কিছুক্ষন পর তিতলু মায়ের রুমে গিয়ে দেখলো মা ফ্লোরে বসে দুই হাতে মাথা রেখে চুপচাপ বসে আছে। মাকে দেখে স্বস্তির নি:শ্বাস ফেললো সে । মায়ের কাছে হাটু ভেঙে বসে বললো, মা কি হয়েছে তোমার ?
মুখ তুলে শূন্য দৃষ্টিতে রেহানা তাকিয়ে রইলেন । খুব স্বাভাবিক গলায় বললেন, তোর খিদে পেয়েছে, কিছু খাসনি । আয় খাবি চল ।
রাতুল তার মাকে থামিয়ে বললো, মা কি হয়েছে আমায় বলবে না তুমি ? বাবার সাথে আবার কী নিয়ে ঝগড়া হলো আমায় বলতো । তোমরা কেন মিলেমিশে থাকো না ? আমার তোমাদের এই ঝগড়াঝাটি একদম ভালো লাগে না মা ।
রেহানা বেগম শুধু দীর্ঘ নি:শ্বাস ফেললেন কিছু বললেন না । ছেলের কোনো কথারই জবাব নেই তার কাছে । এতো বছরের সংসার তবুও তাদের দ্বন্দ্ব কখনই মেটেনি বরং দিন কে দিন তা বেড়েই চলেছে ।
খাবার টেবিলে বসে রেহানা বেগম ছেলের সাথে কিছু কথা বলবেন বলে ঠিক করেছেন । ঠিক কিভাবে বলবেন তিনি বুঝতে পারছেন না । শুধু চেয়ে চেয়ে ছেলের খাওয়া দেখছেন । তিতলু এর মধ্যে জিজ্ঞাস করে ফেললো, আচ্ছা মা তোমার আর বাবার তো লাভ মেরিজ হয়েছে তাইনা ?
হঠাৎ এই প্রশ্ন কেন তিতলু ? এ নিয়ে কথা বলতে একটুও ইচ্ছে করছে না বলেই রান্না ঘরের উদ্দেশ্যে উঠে দাড়ালেন রেহানা বেগম । তিতলু মাকে থামিয়ে দিয়ে বললো, মা শুনো । আমার সবসময় মনে হয় তুমি আর বাবা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ । তোমরা ঝগড়ার সময় প্রায়ই আমার কথা বলতে গিয়ে থেমে যাও । কেউ তখন কোনো কথা বলো না । কেন তোমরা এমন করো মা , আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলতো ? আমার কথার উত্তর তোমায় দিতেই হবে মা । এভাবে আর কতদিন বলো, আমি বেশ বুঝতে পারছি তোমরা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো । মা, আমি জানতে চাই এমন কি কথা থাকতে পারে যা লুকাতে হবে । আমি আর নিতে পারছিনা মা ।
ছেলের কথাগুলো শুনে চমকে গেলেন রেহানা বেগম । তিনি একটুও ভেবে দেখেন নি ছেলে বড় হয়ে গেছে ।তিতলুর কাছ থেকে এখন কিছুই লুকিয়ে রাখা সম্ভব না । এখন সে ক্লাস নাইনে পড়ে, বয়:সন্ধিকাল । বাবা মায়ের এসব ঘটনা বেশ প্রভাব ফেলছে তিতলুর মনে ।
রেহানা বেগম ছেলের মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন, তুই ভুল ভাবছিস বাবা – কি লুকাবো তোর কাছে ? আসলে তোর বাবার সাথে প্রায়ই কথা কাটাকাটি হয় ঝগড়া হয় । ঝগড়া কোন ঘরে হয়না বল ?
মায়ের কথায় তিতলু আশ্বস্ত হতে পারলো না । তিতলু বুঝতে পেরেছে তার কাছ থেকে কিছু একটা লুকানো হয়েছে । প্রায়ই ঝগড়ার সময় তিতলুর বাবা ওর মাকে হুমকি দেয় এই বলে, তিতলুকে সব বলে দিব সব । তখন রেহানা বেগম পাগলের মত কান্না করেন ।

চলবে…

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img