Saturday, August 2, 2025
33.7 C
Dhaka

একুশ স্মরণে

আমার ভাষায় যে এত মধূরতা
তা কি আমি অন্য ভাষায় পাই..!
আমার একুশ আমি সবার মাঝেই
দেখতে চাই।

কি যে শান্তি মা তোমার ভাষায় কথা বলে
তাই তো তরুন প্রাণ দিল তোমার ভাষার তরে,
করুন মিছিল বিক্ষোভ দলে দলে
বেরিয়েছিল সেদিন দামাল তমাল রাজপথে।

সালাম জব্বার রফিক শফিক বরকত
নাম না জানা আরো কত কে
শত্রুর কাছে করেনি মাথা নত
তবুও এনেছে সম্মান প্রাণের বিনিময়ে।

দিনের পর দিন সহ্য করেছে অত্যাচার বাঙ্গালী
ভাষা কবিতা সংস্কৃতি চেয়েছে কেরে নিতে ওই দূরসাহসী,
এ বাংলা তবু ভয় পায়নি মা, ছেড়ে দেয়নি হাল
শত্রুর বিরুদ্ধে লড়ায় করে বাংলাকে করেছে ঢাল।

আজ একুশ দিচ্ছে যে মনে অতীতের স্মৃতি করিয়ে স্মরণে
বুলেটের আওয়াজ রক্তের গন্ধ যে আজো আমরা ভুলতে পারি নাই,
তবে কি সেই মানুষ গুলো আছে জীবিত!
যাদের দানে আজ বাংলা ভাষা হয়েছে অর্জিত।
নাকি হারিয়ে গেছে সব কথার বুলি,
বদলে গেছে মানুষ গুলি,
হারিয়ে ফেলেছে ঐতিহ্য, নাকি ভুলে গেছে সংস্কৃতি?

উত্তর নেই এর কোন, কারন শহীদ মিনার যে হয়ে গেছে পুরনো
আজ তারা শহীদদের নামে করছে বাংলা ভাষার বিকৃতি,
অনেকেই জানে না আজো একুশের বিস্তৃতি।

আমরা ভুলে যাই সেই চেনা মুখ
যাদের প্রাণের বিনিময়ে এসেছে একুশ,
বার বার ভুলে যাই তাদের রক্তে ভেজা আত্মদান,
“রাষ্ট্র ভাষা বাংলা চাই” যাদের ছিল একমাত্র স্লোগান।

কেন যে চোখের কোণে ভাসে না শহীদের ছবি
কেন যে সারা বাংলায় নেই এদের পরিব্যাপ্তি,
যদি আবার আসে ফিরে সেই দূর্বীষহ একুশ
তাহলে কি অধিকার হাশিলে ঝাঁপিয়ে পরবে তরুণ?

ব্যাথীত এই হৃদয় হত যদি শহীদদের উদজাগড়ণ
তবেই না ফিরে পেতাম আমার ভাষার শুদ্ধ উচ্চারণ
আজ শুধু একটায় আশা একুশ স্মরণে
চল সবাই সম্মান দিই ভাষা শহীদের চরণে।

– যুবশ্রী ঘোষ

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী আহত

রাজধানীর মহাখালীতে মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট...

গোলাপের কাপে সুগন্ধি স্বাস্থ্যের ছোঁয়া

বদরুল ইসলাম (বরগুনা) গোলাপের পাঁপড়িতে ভাসে সুস্থ জীবনের সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্য...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img