পাখিরা নীড়ে ফিরে যায়
পশ্চিমের আকাশ রক্তবর্ণ,সূর্য নিভু নিভু, অন্ধকারের আলিঙ্গন।
জ্যোৎস্নাভরা অরন্য;তারায় ঝলমলে দিগন্ত।
শহর ক্রমশ নিঃশব্দ, স্বপনে দেশ মাতায় একদল স্বপ্নচারী।
রাতের শেষ প্রহরে শেষ ক্ষনে শালিকের ডাকে আলোকিত হয় শহর।
কচু পাতার স্লান মুখ,শিশির জমা ঘাস তির্যক আলোকরশ্মিতে জ্বলমলে জ্বলে শিশির।
কচুরিপানার ফুলে ফুলে ভরে যায় বিল
কিশোরী খোঁপায় দেয় কচুরি ফুল।
রৌদ্রদগ্ধ ধান ক্ষেত হেলে দুলে যায় দক্ষিণা হাওয়ায়।
রহমত পাট শুকায়,পশ্চিমের আকাশে সূর্য হেলে যায়
গৌধূলী ছড়ায় জোনাক পোকার মতো অবিরাম।
ধীরে ধীরে সূর্য আস্ত যায়;যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়।
-ইভান আহমেদ