অতোটা দূরে নয় আকাশ ‘ – সালমান হাবীব
সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান হাবীব একটি পরিচিত নাম। এই নামটি মাথায় আসলেই চোখের পর্দায় আকাশের ছবি ভেসে ওঠে। আজন্ম আকাশ প্রেমিক তিনি। আকাশকে ভালোবাসতে কে না চায়? আকাশকে বুকে ধারণ করে অথবা ক্যানভাসে আকাশকে এঁকে বিখ্যাত হয়েছে কত মানুষ।
সেই মস্তবড় আকাশকে মলাটবদ্ধ করলেন এবার সালমান হাবীব।
বইটি মেলায় আসতে একটু দেরিই করেছে বলা চলে। তবুও পাঠক সম্প্রদায় দেরি করেনি লুফে নিতে। বইয়ের শিরোনাম কবিতাটি পড়ে দেখতে পারেন আপনিও।
.
অতোটা দূরে নয় আকাশ
.
খুব ছোটবেলা থেকেই
আমার আকাশ দেখার শখ ছিল।
আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো।
স্কুলে জানালা দিয়ে আকাশ দেখতাম।
বাড়ি ফিরে খোলা মাঠে দৌড়ে যেতাম।
সবসময় ই মনে হতো,
ঐ যে সামনে দু’গ্রাম পরেই
আকাশ বুঝি মিলে গেছে গ্রামের সাথে!
আমার বড্ড ইচ্ছে হতো,
কোন একদিন-
দূরের ঐ গ্রামটিতে গিয়ে আকাশ ছুঁবো।
সিঁড়ি না পাই মই লাগিয়ে হলেও
আকাশে ওঠবো।
কিন্তু
স্কুল, পড়াশুনা
আর আব্বুম্মুর কড়া চোখের
কারনে সেই দিনটি কখনো আসেনি।
অতপর-
অনেকটা বড় হয়ে
আমি ঐ গ্রামে গিয়েছি,
কিন্তু আকাশ ছুঁতে পারিনি।
গিয়ে দেখি,
আকাশ চলে গেছে
আরো দু’গ্রাম পরে!
আরেকটু বড় হয়ে
আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে
এইভাবে
দুই
চার
ছয়
আট আর
দশের সংখ্যা পেরিয়েছে।
আমার আকাশ ছোঁয়া হয়নি!
আমি যখন চার গ্রাম পাড়ি দিয়ে
আকাশ ছুঁতে গিয়েছি তখন
আকাশ চলে গেছে আরো দু’গ্রাম পরে
প্রতিবারই
আকাশ সরে গিয়েছে দু’গ্রাম পরে….
জীবনে কিছু কিছু মানুষ আসে যাদের
ব্যাপারগুলোও ঠিক দিগন্তে আকাশের
মিশে যাওয়ার মত!
তারা অল্প সময়েই আকাশের মত
ভেতরে জায়গা করে নেয়,
আপনত্বের সবটুকু জুড়ে বসে,
অতপর
কাছে আসতেই দেখা যায়
সেই আকাশের মত
চলে গেছে দু’হৃদয় পর..
আসলে
আকাশ এবং
ঐ মানুষগুলো;
এরা কখনোই কাছে আসেনি।
তাদের প্রতি আমাদের প্রচন্ড রকম
ভালোবাসার কারনেই কেবল এমনটি
মনে হয়।
আকাশকে দূর থেকেই ভালোবাসতে হয়।
অন্যথায়, কাছে যেতে চাইলে
হতাশ হতে হয়
বই: অতোটা দূরে নয় আকাশ
জনরা: কাব্যগ্রন্থ
প্রকাশনী: পুনশ্চ
প্রচ্ছদ: আবুল ফাতাহ
মূল্য: ১২০
বইটি পাওয়া যাবে ৬৮১ নাম্বার স্টলে (বাংলার প্রকাশন)