জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে লেখা কবিতা।
‘ শ্রেষ্ঠ নেতা ‘
মুক্তিযুদ্ধ দেখিনি মাগো
শুনেছি তোমার মুখে,
স্বাধীনতার বাণী শ্রেষ্ঠ নেতা
দিয়েছে রেসকোর্স ময়দানে৷
আসমান কাঁদলো জমিন কাঁদলো
কাঁদলো বাঙ্গালির মন,
ঘাতকের হাতে হলো হত্যা
জাতির জনক বঙ্গবন্ধু যখন৷
ঘাতকেরা করলো গুলি
শ্রেষ্ঠ নেতার বুকে,
বাংলা মাগো কাঁদো তুমি
তাই দিনে রাতে৷
একাত্তরে কাঁদলে তুমি
কাঁদলে পঁচাত্তরে,
আজও তুমি কাঁদো মাগো
সেই কালো রাতে৷
বাংলা মাগো
ঘাতকদের মুখোশ করতে উন্মোচন
বঙ্গ- সৈনিক লড়বে সারাক্ষণ,
শোক শক্তি!
শোক চেতনা
শোক হৃদয়ে নিয়ে গড়বে
বাংলাদেশের নতুন ইতিহাস রচনা৷
লিখেছেন: অধম নূর ইসলাম