Thursday, July 3, 2025
28.6 C
Dhaka

চলচিত্রের দিকদর্শী জহির রায়হানের জন্মদিন

আগামী ডেস্কঃ

বাংলা চলচিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের আজ জন্মদিন। ১৯৩৫ সনে আজকের এই দিনে অর্থাৎ ১৯ আগস্ট ফেনি জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার চাকুরীর সুবাদে শৈশবের পুরোটা সময়ই কেটেছে কোলকাতাতে। ১৯৪৭ এ দেশ ভাগ হলে ঢাকা ফিরে আসেন তাঁদের পুরো পরিবার।

১৯৫৮ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স পাশ করেন। ছোটবেলা থেকেই জহির রায়হান লেখালিখির সাথে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায় ১৯৫০ সনে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তিনি বেশ কয়েকটি পত্রিকাতে সাংবাদিক এবং সম্পাদক হিসেবে কাজ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ যুগের আলো, খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা, প্রবাহ(সম্পাদক) ইত্যাদি। তাঁর প্রথম গল্পগ্রন্থ “সূর্যগ্রহণ” প্রকাশিত হয় ১৯৫৫ সনে। আবহমান গ্রামীণ জীবনের চিত্র নিয়ে লেখা “হাজার বছর ধরে” উপন্যাসটি জহির রায়হানের সেরা গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

সাহিত্যকর্মকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিতে ১৯৫৭তে তিনি চলচিত্রকার হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেন

জহির রায়হানের প্রথম চলচিত্র “জাগো হুয়া সাবেরা”। যেখানে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬১তে প্রধান পরিচালক হিসেবে মুক্তি পায় “কখনো আসেনি”। এরপর তিনি নির্মাণ করেন পাকিস্তানের প্রথম রঙিন চলচিত্র “সঙ্গম”।

ছাত্রাবস্থা থেকেই লেখালিখির পাশাপাশি জহির রায়হান রাজনীতিতেও প্রবলভাবে জড়িত ছিলেন এবং বহুবার কারাবরণ করেছেন। বায়ান্নোর ভাষা আন্দোলনে তিনি ছিলেন পরিচিত মুখ। ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে তিনি উপস্থিত ছিলেন এবং কারাবরণ করেন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তাঁর নির্মিত “জীবন থেকে নেওয়া” চলচিত্রটি ভূয়সী প্রশংসা লাভ করে এবং সেই সাথে তিনি পাকিস্তান সরকারের রোষানলের মুখে পড়েন।

 

এরপর ৬৯’ এর গণ অভ্যুত্থানে অংশ নেন। ৭১’ এর মুক্তিযুদ্ধেও তিনি নিজের ছাপ রাখেন। যুদ্ধ শুরু হলে তিনি কোলকাতা চলে যান। সেখানে তিনি স্বাধীনতা যুদ্ধের প্রতি ঐক্যমত গড়ে তুলতে থাকেন এবং নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্ট্রি “স্টপ জেনোসাইড”। কোলকাতার বিভিন্ন থিয়েটারে চলে তাঁর ডকুমেন্ট্রি ও জীবন থেকে নেওয়া চলচিত্রটি। প্রবল আর্থিক দৈন্যদশা চলা সত্বেও চলচিত্র প্রদর্শনী থেকে অর্জিত টাকার পুরোটাই তিনি তুলে দেন মুক্তিযোদ্ধাদের হাতে।

দেশ স্বাধীন হলে ১৭ই ডিসেম্বর ১৯৭১ এ তিনি ঢাকায় ফিরে আসেন এবং তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খোঁজা আরম্ভ করেন। যাঁকে আল বদরের সহযোগীতায় পাক মিলিটারিরা ধরে নিয়ে গুম করে ফেলেছিল। ১৯৭২ সনের জানুয়ারির ৩০ তারিখে ভাইকে খুঁজতে জহির রায়হান মিরপুর যান এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেন নি। স্বাধীনতার বহুবছর পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় মিরপুর বিহারি পল্লীতে ছদ্মবেশী পাক মিলিটারিরা বাঙালির ওপর গুলি চালালে সেখানেই নিহত হন বাংলা চলচিত্রের বরপুত্র জহির রায়হান।

ব্যক্তিগত জীবনে জহির রায়হান দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৬১ সনে সুমিতা দেবীকে এবং ১৯৬৮ সনে সুচন্দাকে বিবাহ করেন। সুমিতা দেবীর ঘরে দুই সন্তান অনল রায়হান ও বিপুল রায়হান। সুচন্দার ঘরে তপু রায়হান। তারা প্রত্যকেই প্রতিষ্ঠিত নাট্যাভিনেতা

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে চোখ ধাঁধানো মহাজাগতিক দৃশ্যপট

১৫ জুলাই পর্যন্ত রাতের আকাশে মহাবিশ্বের দুর্লভ সব দৃশ্য বাংলা...

তাইজুল ছাড়া সবার জন্য র‍্যাঙ্কিং যেন দুঃসংবাদ

কলম্বো টেস্টে বড় হার, র‍্যাঙ্কিংয়েও ধস বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো...

নববর্ষে ড্রোন শো পরিচালনাকারী কোম্পানির ভ্যাট মওকুফ করেছে সরকার

বাংলা নববর্ষের দিনে অর্থাৎ পয়লা বৈশাখে রাজধানীর মানিক মিয়া...

ঢাকায় প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ রিয়াল ছিনতাই, আটক ৬ পুলিশ

রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি...

জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিত করল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা...

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে লবণসহিষ্ণু গমের নতুন জাত জিএইউ গম ১’ উদ্ভাবন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগ উচ্চ লবণসহিষ্ণু গমের নতুন...

এক দিনের প্রধানমন্ত্রী’

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব...

এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর

বুধবার (২ জুলাই) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img