Wednesday, July 2, 2025
26.8 C
Dhaka

আগামীতে আগামীদের হালখাতাঃ—-

“আগামীতে আগামীদের হালখাতা” র পাতায় চট্টগ্রাম থেকে লেখা পাঠিয়েছেন আগামীর এক বন্ধু।।

কবিতা

অরুণা

অরুণা তুমি কি আর আমায় আগের মতোন ভালবাস না,

আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি,

বিশ্বাস করো তোমায় ছাড়া থাকতে হবে এটা আমি কল্পনা করতে পারছিনা,

আমাকে ছেড়ে যাবার কথা তো কখনও ছিলো না,

তুমি এত স্বার্থপর কি করে হলে,

আমার উপর কি একটুও বিশ্বাস ছিলোনা,

তবে কি করে তৈরি হয়েছিলো ভালবাসার প্রহর,

তুমি আমাকে কথা দিয়েছিলে তেপান্তরের বিল দেখতে নিয়ে যাবে,

আর আমি বলেছিলাম অরুণা, তুমি আমায় এভাবে ভালবাসবে তো সারাজীবন?

খানিক চুপ থেকে বললে, আমি এভাবেই হাত ধরে থাকতে চাই,

সেদিনের সেই খানিক চুপ করে থাকাটা কি দ্বিধায় ফেলেছিলো তোমায়,

আজ আমি তেপান্তরের বিলে এসে দাড়িয়ে আছি,

কি অদ্ভুত দেখো কথাটা সত্যি হলো, কিন্তু মিথ্যে টা যে তুমি হয়ে গেলে,

তুমি কি বেশ আছো! ওখানেও কি হাতে হাত রাখার কেউ আছে?

এসব প্রশ্ন আমায় যে বড্ড কুড়েকুড়ে খাচ্ছে..

দুজনার ফেলে আসা বিকেল, হেঁটে চলা পথ সবকিছুই আছে এখনও যত্নে,

শুধু আমাকে আগলে রাখার সেই তুমি নেই,

আমি এখন অনেক অগোছালো হয়ে গেছি অরুণা তুমি কি আমায় একটুও বকতে আসবেনা?

আমি তোমার সব বকুনি সয়ে নিবো শুধু একটিবার এসে নিয়ে যাও আমায়,

তোমায় ছাড়া আমার অক্সিজেনে নিকোটিনের ধোঁয়া মিশে আছে,

আমার ফুসফুস জুড়ে শুধুই কালচে রংয়ের বিবর্ণ অন্ধকার,

যদি ওপারে দেখা পায় সে আশায় আমার প্রত্যেকটা দিন কেটে যায়,

তুমি কি আমার হয়ে এখনও দাড়িয়ে আছো,

যদি আমি হাজার ইচ্ছেকে ডিঙিয়ে আসতে পারি তোমার রাজ্যে,

আমায় কি ভালবেসে নিবে বরণ করে?

অরুণা অভিমান করে থেকো না, চিরকালই আমার থেকে অভিমানটা তোমার বড্ড বেশি,

আমি জীবনের সাথে লড়ে যাবো, তুমি দেখে নিও,

আমি সবাইকে বুঝিয়ে দিবো তুমি ছাড়া আমার আর কোন কিছুর প্রয়োজন ছিলো না,

শুধু একবার আসো অরুণা আমার যে হারিয়ে ফেলা পথ চিনতে বড্ড কষ্ট হচ্ছে,

হাঁটতে হাঁটতে আজ আমি ক্লান্ত, বিশ্বাস করো তোমায় ছাড়া আমি যে নিঃস্ব।।

কবিতাটি লিখেছেনঃ যুবশ্রী ঘোষ

 

কবিতাটির প্রসঙ্গে কবি তার ভাব ব্যক্ত করেছেন এভাবে—–

এটি মূলতঃ একটি বিরহের কবিতা। অরুণা হচ্ছে এমন একজন প্রেমিকা যার জন্য মরিয়া হয়ে উঠেছে প্রেমিক। ওরা একে অপরকে খুব ভালবাসতো। তবে ভাগ্য তাদের একসাথে কাটানোর প্রয়াস করে দেয়নি। হঠাৎ প্রেমিকার চলে যাওয়াতে প্রেমিকের এহেন আকুতি মিনতি সে ফিরে এসে যেনো তাকে নিয়ে যায় প্রেমিকার রাজ্যে।।

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত

সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন।...

শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং করা অবস্থায় বিমান বাংলাদেশ...

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিলে...

অনিশ্চিত ইউএসএইড: প্রায় দেড় কোটি মানুষের অকাল মৃত্যুর শঙ্কা

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং...

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে যাচ্ছে এজবাস্টনে। তবে...

পুরোনো প্রেমে ফিরলেন কি হানিয়া আমির?

খোশমেজাজে আছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ‘সর্দার জি ৩’...

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যায় নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামের...

দ্রুত জুলাই শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে: খালেদা জিয়া

জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img